কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

হাসি

post title will place here

হাসি হলো তিন প্রকারের

এক, সাধারণ হাসি

দাঁত দেখা যায়, একটু আওয়াজ

মুখটা হয় না বাসি।

দ্বিতীয় প্রকার মুচকি হাসি

রাসূলেরই কর্ম

মুচকি হাসি হেসে সবে

কামিয়ে নাও পুন্য।

তৃতীয় প্রকার অট্টহাসি

হয় যে বেশি শব্দ

দাঁত দেখা যায়, ভাঁজ কপালে

হবে তুমি জব্দ।

জ্ঞানী লোকে মুচকি হাসে

ফোটে হাসির রেখা

আজ থেকে তাই শুরু করো

মুচকি হাসি শেখা।

মো. জোবাইদুল ইসলাম

আলিম ২য় বর্ষ, সুফিয়া নুরিয়া ফাজিল মাদরাসা, মিরসরাই, চট্টগ্রাম।

Magazine