কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জীবন

post title will place here
জীবনটা করো জয়
অলসতা করে নয়।
জীবনটা করো জয়
রণ করেই হয়।
ঝড়-ঝঞ্ঝাট আসবেই
ভেঙে পড়ো না কোনোভাবেই।
ধৈর্যের সাথে করো লড়াই
তবেই হবে তুমি কৃতার্থময়।
জীবন কোনো মুক্ত বিহঙ্গ নয়;
পরীক্ষার পর পরীক্ষা রয়।
জগৎ চেতনায় বাড়াও কদম তোমার
জয়ের ফুল ফুটবেই একবার।
হয়ো না কখনো নিরাশ তুমি
ধৈর্যের ফল কৃতার্থময়ী।

আফিফা বিনতে ফায়ছাল
দশম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।

Magazine