কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরবানী

নতুন চাঁদ উঠেছে 
নীল আকাশের মাঝে,
জাগ্রত হয়েছে মন 
কুরবানীর নিয়্যতে।
ক্রয় করতে পশু 
সকলে হাটে যায়,
পছন্দমতো ক্রয় করে 
সবে নির্দিধায়।
নিজ হাতে যবেহ করে 
খুশী করে আল্লাহকে,
সকলের তরে গোশত বিলাতে 
প্রশান্তি পাই মনেতে।
আবূ বকর ছিদ্দীক্ব
ছাত্র, সপ্তম শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।

Magazine