ঈদ এসেছে বছর ঘুরে
হাসি-খুশি-সুখ নিয়ে,
খুশির ঝিলিক উপচে পড়ে
দেখো সবার মুখ দিয়ে।
মন খুলে সব গাইছে আজই
ঈদের খুশির মিষ্টি গান,
ছিয়াম শেষে ঈদটা এসে
ভরিয়ে দেয় সবার প্রাণ।
ফিরনি-পায়েস লাচ্ছি সেমাই
খাচ্ছে সবাই ঘর মাঝে,
ঈদের খুশির রং দিয়ে আজ
সবার শরীর মন সাজে।
ঈদের খুশির ভাগটা করো
গরীব-দুখীর সাথে আজ,
একটু খুশি দাও ছড়িয়ে
হাসি ফোটাও সবার মাঝ।
-মো. জোবাইদুল ইসলাম
আলিম ২য় বর্ষ, সুফিয়া নুরিয়া ফাজিল মাদ্রাসা,
মিরসরাই, চট্টগ্রাম।