রামাযান হোক রহমতের
রামাযান হোক আশার
রামাযান হোক বরকতের
রামাযান হোক দিশার।
রামাযান হোক নাজাত পাওয়ার
রামাযান হোক প্রীতির
রামাযান হোক শান্তি-সুখের
রামাযান হোক ভীতির।
রামাযান হোক ছালাত-ছিয়াম
রামাযান হোক ক্বিয়ামের
রামাযান হোক শুকর-যিকির
রামাযান হোক অন্তরের।
রামাযান হোক সবার তরে
রহমতেরই আলো
রামাযান হোক আলোর দিশা
রামাযান হোক ভালো।
-মইন আলী
শিক্ষার্থী, পালপুর ধরমপুর মহাবিদ্যালয়,
গোদাগাড়ী, রাজশাহী।