পূবের আকাশ রাঙা হলো
ভোরের আলো পেয়ে,
কুরআন হাতে মক্তবেতে
ছুটছে ছেলেমেয়ে।
নরম ঘাসের পরশ মেখে
শিশিরভেজা পায়ে,
ফেরেশতারাও ছুটছে যেন
সবার ডানে বাঁয়ে।
ইচ্ছে সবার মনের মাঝে
মধুর বাণী শেখা,
দ্বীনের আলোয় ক্বলব মেখে
জীবনটাকে দেখা।
-মো. শফিকুল ইসলাম 
ভুয়াপুর, টাংগাইল
 
                             
                        
 
                                 
        
    