কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ঘুমপাড়ানি রাষ্ট্র

যখন সারা বিশ্বে উত্তেজনা

চলছে প্রযুক্তিযুদ্ধ,

এক দেশের সাথে আরেক

দেশের সীমানা অবরুদ্ধ।

তখন ঘরে-বাইরে ব্যস্ত

মোরা পদ-পদবি নিয়ে,

নির্বাচনী প্রচারণা চালাই

গ্রামে গ্রামে গিয়ে।

অন্যরা সব পাঠায় রকেট

স্যাটেলাইট মহাবিশ্বে,

আমরা করি চামচামি

আর তেলবাজি প্রকাশ্যে।

তাদের আছে বিজ্ঞান

মেডিকেল, মহাকাশ গবেষণা,

আর মোদের আছে তিপ্পান্ন

বছরের এক বাসি চেতনা।

যেখানে অন্যরা সব ড্রোন

মিসাইল, এয়ার ডিফেন্স বানায়,

সেখানে অজস্র সহ-সভাপতি

আর নেতা মোদের পাড়ায় পাড়ায়।

ওরা গড়ে বিজ্ঞানী, গবেষক

আর কৃত্রিম সৈনিক,

আমরা গড়ি ক্যাডার বাহিনী

ঘুষ নেয় দৈনিক।

মোদের মেধাগুলো হারিয়ে যে যায়

বিসিএস হলরুমে,

কাঁচা টাকা দিলে কিছু ক্যাশ

বাকিটা কাগজ-কলমে।

জেগে ওঠো তোমরা যত

তরুণ প্রাণের দল,

জয় করে সব আকাশ মাটি

বাতাস কিংবা জল।

বুকে রাখো রক্তে লেখা

এই মাটিরই ঋণ,

ঘুমপাড়ানি রাষ্ট্র কাঁপুক

জাগুক আগামীর দিন।

বাসসাম ইবনে আব্দুল আলীম

৬ষ্ঠ শ্রেণি, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।


Magazine