দাবানলের ছোবলে পুড়ল সব, হলো স্তব্ধ,
প্রভুর শাস্তি—কঠিন, কঠোর, বিধিবদ্ধ।
সবুজ-শ্যামল তরুলতা, গাছের স্নিগ্ধ ছায়া,
পাহাড়-পর্বত, নদী-নালা হারালো সবই মায়া।
দাউ দাউ আগুনে লাল হলো ভূবন,
নদীর পানিও নিভাতে পারল না সেই অনল।
হলিউডের ঐশ্বর্য, তারকা-দ্বীপ,
চূর্ণ হলো মুহূর্তেই, বিলীন হলো সম্পদ বিপুল।
গাযাবাসীর সাজানো শহর—এখন ছাই,
যারা একদিন রাজার মতো দাঁড়িয়েছিল ভাই।
ফিলিস্তীনে নির্যাতনে ছিল যারা পাশে,
আমার ভাই মরলে তারা অনলাইনে হাসে!
ইসরাঈলের সঙ্গী যারা, করল যে পক্ষপাত,
মা-বোনের সতীত্ব কেড়ে নিল অবলীলায়।
শিশুগুলো মৃত্যুমুখে, ক্ষুধার জ্বালায় কাঁদে,
তাদেরই এখন ত্রাণ নিতে দ্বারে দ্বারে বাধে।
পরকালের ভয় নেই, তবু দেখো এই কাল,
এই দুনিয়ায়ও তো হারাচ্ছ তুমি কতকাল!
মাযলূমের দু‘আ থামে না, বাজে ফের আকাশে,
এই দিন শেষ নয়, বিচার হবে আবার শেষে!
-মো. রাফি উদ্দিন মুনির
শিক্ষার্থী, নোয়াখালী কারামাতিয়া কামিল মাদরাসা,
সোনাপুর, সদর, নোয়াখালী।