সকল সময় অতীতটাকে
হয় না জানি তুলতে,
ঠেকে-ঠকে যা শিখেছি
তা কি পারি ভুলতে?
ভুলতে চাইলেও অতীতগুলো
ভাসে স্মৃতিপটে,
জীবনের সব অতীত থেকে
শিখতে যে হয় বটে।
শিখতে শিখতে জীবনটা যে
অভিজ্ঞতায় ভরে,
সাহস যোগায় এসবকিছু
নিত্য হৃদয় ঘরে।
হৃদয় সবার পূর্ণ রাখে
কিছু ভালোবাসা,
অবহেলায় বিষাদসম
নিবিড় কিছু আশা।
আশা তবু ফের জাগে যে
আমার অবুঝ মনে,
চলছে লড়াই অতীত নিয়ে
বর্তমানের সনে!
বর্তমানের লড়াইটা যে
ভবিষ্যতকে গড়ে,
শেষ ভালোতেই সব যে ভালো
তাইতো যাচ্ছি লড়ে!
-মো. শফিউর রহমান
সহকারী শিক্ষক, পাঁচগাছিয়া সর. প্রাথ. বিদ্যালয়,
কাকনহাট, গোদাগাড়ী, রাজশাহী।