রামাযানের চাঁদ উঠেছে দূর আকাশে ওই
শেষ রাত্রিতে সাহরী খাব কই রে তোরা কই?
নিয়ম করে তারাবীহ পড়ে প্রভুর কাছে চাই
যিকির করে তাসবীহ পড়ে তারই গুণ গাই।
ছালাত শেষে কুরআন পড়ে রাখব ছিয়াম রোজ
ইফতারীতে সামলে খাব নয়তো ভূরিভোজ।
নেয়ামতের মাস যে এটি প্রভুর সেরা দান
সারাদিনের ক্লান্তি শেষে জুড়িয়ে যায় প্রাণ।
জিশান মাহমুদ
শ্রীবরদী, শেরপুর।