কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

অমৃত সুধা

আল্লাহর নামে আছে কী জাদু

ঐ নাম জপিলে মন পায় যে মধু।

যার কৃপাতে বেঁচে আছি আলোকের দুনিয়ায়

তাঁর নামেতে মনেরই তাজ গড়িলাম হিয়ায়।

হিয়ার তাজে আল-কুরআন রাখিলাম যতনে

আল-কুরআনের আলোক-ছটা আসে আমার প্রাণে।

আল-কুরআনের মধুর বাণী জাগায় মনে ক্ষুধা

যতই যাচি ততই পাই অমৃত সে সুধা।

আল্লাহর নামে আছে কী জাদু

আল্লাহরই গান তাই তো আমি গেয়ে যাই শুধু।


-সাদিয়া জান্নাত নুরি

দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লি.

সফিপুরকালিয়াকৈরগাজীপুর।



Magazine