কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরবানী

post title will place here
সবার চেয়ে সেরা পশু
সবচে বেশি দাম,
কিনতে হবে এমন পশু 
দেশজোড়া যার নাম!
যেই পশুটি দেখতে হবে
হাজার মানুষ জড়ো,
পত্রিকাতে ছাপবে খবর
বিশাল বড়ো বড়ো!
লোক দেখানো এমন পশু
চায় না মহান প্রভু,
আমরা মুসলিম এ কথাটি 
মনে কি রাখি কভু!
মহান রবের হুকুম মোরা
ভুলে কি গেছি আজ,
মানুষের মন খুশি করতে 
করি আল্লাহর কাজ!
যথা নিয়মে সঠিক নিয়্যতে
যদি কুরবানী হয়,
পশুর রক্ত মাটিতে পড়ার
আগেই কবুল হয়।
আবদুল লতিফ 
হোমনা, কুমিল্লা।
Magazine