কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

আর কতকাল জ্বলবে আগুন

post title will place here
আর কতকাল জ্বলবে আগুন
ফিলিস্তীন গাযাতে,
 মুসলিম তোরা জেগে উঠো, 
হায়েনাদের হালাক করো ধরাতে। 
ফিলিস্তীনে জ্বলবে বাতি
পতাকা উড়বে কালেমার,
মুসলিম মোরা ভয় করি না
উম্মত যে রাসূলের, তাঁরই তাঁবেদার।
আমার ভাইয়ের বুকে আগুন
সারা বিশ্বে মুসলিমের,
হুংকার দাও জিহাদ করো
ভয় ও শঙ্কা নাই মোদের।
ঐক্যবদ্ধ হও মুসলিম
এক আল্লাহর তাকবীর দাও,
যুদ্ধ জিহাদ করো সবে
শহীদ গাজী তামান্না চাই।
৭০ বছর ধরে জ্বলছে আগুন 
এবার মোরা থামাতে চাই,
ফিলিস্তীন আযাদ করে
ধরায় মোরা বাঁচতে চাই।
হায়েনারা হবে লাঞ্ছিত,
হবে তারা ঘৃণিত বঞ্চিত।
-আনিছুর রহমান
নামাজগড়, বগুড়া।
Magazine