কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
হাজার মাইল দূরে থেকে
ডানায় ভেসে ভেসে,
অভয় আশ্রম খুঁজে আসে
আমার বাংলাদেশে।
হাওড় বাওড় জলাশয়ে
আবাস ভূমি গড়ে,
নানান রকম পাখি এসে
হৃদয় হরণ করে।
সারস, খঞ্জন, হুদহুদ আর
হট্টিটি বাজ মিলে,
আনন্দেরই পসরা সাজায়
খালে বিলে ঝিলে।
জিশান মাহমুদ
শ্রীবরদী, শেরপুর