জামি‘আহ তুমি ইলমের নূর ছড়াও সকাল-সন্ধ্যা,
হৃদয়ে রবের ভয়, মুখে দ্বীনী জ্ঞানের সুগন্ধা।
তোমার উঠোনে ভোর হয় ক্বিরাআতের মধুর সুরে,
রাত নামে দু‘আর আলোয়, মন ফিরে যায় রবের নূরে।
শিক্ষকের দৃষ্টি মমতায় ভরা, কথায় তাওহীদের ডাক,
তাদের হাতেই প্রভু দিয়েছে ছহীহ সুন্নাহর হাঁক।
সহপাঠীরা ভাইয়ের মতো, হৃদয়ে ভ্রাতৃত্বের বন্ধন,
হাদীছের হালাকা থেকে ভেসে আসে সত্যের সুঘ্রাণ।
জামি‘আহ তুমি আখেরাতের প্রস্তুতির ময়দান,
এখানে গড়ে ওঠে ঈমানী চরিত্র, নেকীর দৃঢ় অবস্থান।
দুনিয়ার চাকচিক্য ফিকে হয়ে যায়, যখন শোনা যায় আযান,
জীবন মেলে ধরা হয় আল্লাহর পথে, ত্যাগে ভরে প্রাণ।
তুমি আলেম তৈরির কারিগর, দাঈ গড়ার প্রতিষ্ঠান,
যারা কুরআনের মশাল হাতে জ্বালায় হক্বের আহ্বান।
আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, তুমি আমানতের পাহারাদার,
আল্লাহ রাখুন তোমায় হেফাযতে, রহমতের ছায়া বরাবর।
তোমার নাম ইতিহাসে লেখা হোক সোনার অক্ষরে,
প্রজন্মে প্রজন্মে ছড়িয়ে পড়ুক তোমার নূর ভরে।
-আব্দুল ওয়াদুদ বিন আবূ বকর
শিক্ষার্থী, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ,
ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহী।
