উত্তর: নারীর পুরো শরীরই আব্রু (মুছান্নাফে ইবনু আবী শায়বা, হা/৭৬১৬; মিশকাত, হা/৩১০৯)। তাই গায়রে-মাহরাম যেকোনো পুরুষের সামনে চেহারা ঢেকে রাখা কর্তব্য। আর বর্তমান উন্নত সভ্যতার যুগে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমেও মানুষকে শনাক্ত করা সম্ভব হয়। সেক্ষেত্রে ছবির ব্যবহারের পরিবর্তে ফিঙ্গার প্রিন্ট পদ্ধতি চালু করার জন্য যথাযথ মহলে দাবি জানাতে হবে। তবে যতক্ষণ এই সুবিধা চালু না হচ্ছে ততক্ষণ NID কার্ড করা জরুরী প্রয়োজন হলে জাতীয় নিরাপত্তার স্বার্থে এটা করা জরুরী। তাই এক্ষেত্রে ব্যক্তি গুনাহগার হবে না। তবে যেকোনো কাজে সাধারণত পুরুষ কর্মীর পাশাপাশি নারী কর্মী আছে। সেখানে নিজের অবস্থা তুলে ধরতে পারলে নারীর কর্মীর মাধ্যমে ছবি উঠানো অসম্ভব কিছু নয়। তাই যথাসাধ্য চেষ্টা করাই কর্তব্য। এরপরেও না হলে আল্লাহ পাকড়াও করবেন না। কারণ আল্লাহ মানুষের উপর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না (আল-বাক্বারা, ২/২৮৬)।
প্রশ্নকারী : মো. ইমন হোসাইন
টঙ্গী, গাজীপুর।