উত্তর: যারা কুফরী কাজের মাধ্যমে চিকিৎসা করে, অনুমানের ভিত্তিতে কথা বলে, ভবিষ্যৎ নিয়ে খবর দেয় বা যাদুটোনা করে এমন কারো কাছে কোনো চিকিৎসা নেওয়া যাবে না। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি গণকের কাছে গেল, তারপর তাকে কিছু জিজ্ঞাসা করল, অতঃপর গণকের কথাকে সত্য বলে বিশ্বাস করল, চল্লিশ দিন পর্যন্ত তার ছালাত কবুল হবে না’ (ছহীহ মুসলিম, হা/২২৩০)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, ‘যে ব্যক্তি কোনো গণকের নিকট গমন করে তার কথায় বিশ্বাস করল, সে মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল’ (মুছান্নাফ ইবনু আবী শায়বা, হা/১৭৬৫১)। এক্ষেত্রে কোনো ভালো চিকিৎসকের কাছে চিকিৎসা নেওয়া যেতে পারে।
প্রশ্নকারী : ফেরদৌস
বগুড়া।