উত্তর: পণ্য গ্রহণ করে মূল্য নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কয়েক ধাপে পরিশোধ করার নাম بيع تقسيط বা কিস্তিতে ক্রয়-বিক্রয়। প্রায় সকল বিদ্বানের মতে শর্তসাপেক্ষে এধরনের ক্রয়-বিক্রয় জায়েয। আর নগদের চেয়ে কিস্তিতে বেশি মূল্য ধরার ক্ষেত্রে ক্রেতা-বিক্রেতা উভয়ের সম্মতি থাকলে এটাও জায়েয। কেননা আল্লাহর বলেছেন, ‘তবে যদি তোমরা ব্যবসার ক্ষেত্রে পরস্পরে সন্তুষ্ট থাক’ (আন-নিসা, ৪/২৯)। এই আয়াত প্রমাণ করে যে, বাকিতে যদি বেশি নেওয়া হয় এবং তাতে ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষ সন্তুষ্ট থাকে, তাহলে এমন ক্রয়-বিক্রয় শুদ্ধ বলে বিবেচিত হবে। অনুরূপভাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাদীছ দ্বারাও এটা প্রমাণিত হয়। আব্দুল্লাহ ইবনু আমর রাযিয়াল্লাহু আনহু-কে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী প্রস্তুত করার ব্যাপারে আদেশ করেন। এরপর উট শেষ হয়ে গেলে তিনি ছাদাকার উট হতে দুইটি উটের বিনিময়ে একটি উট গ্রহণ করেন (মুসতাদরাকে হাকেম, হা/২৩৪০; দারাকুত্বনী, হা/৩০৯৬)।
প্রশ্নকারী : মাহফুজ আলম
পশ্চিমবঙ্গ, ভারত।