উত্তর: পিতা এবং জনক শব্দ দুটির মধ্যে অর্থগত কোনো পার্থক্য নেই। ইসলামে সামগ্রিকভাবে সকল জাতির পিতা হলেন আদম আলাইহিস সালাম। কিয়ামতের দিন যখন মানুষ সুপারিশ করার মতো কাউকে খুঁজবে, তখন কিছু লোক বলবে, তোমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আছেন। তখন সকলে তাঁর নিকট যাবে এবং বলবে, হে আদম! আপনি সমস্ত মানব জাতির পিতা (ছহীহ বুখারী, হা/৩৩৪০)। কিয়ামতের দিন সর্বপ্রথম আদম আলাইহিস সালাম-কে ডাকা হবে। তিনি তাঁর সন্তানদেরকে দেখতে পাবেন। তখন তাদেরকে বলা হবে, ইনি তোমাদের পিতা আদম আলাইহিস সালাম (ছহীহ বুখারী, হা/৬৫২৯)। মি‘রাজের ঘটনায় জিবরাঈল আলাইহিস সালাম মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বললেন, ইনি আপনার পিতা আদম আলাইহিস সালাম তাঁকে সালাম করুন (ছহীহ বুখারী, হা/৩৮৮৭)। আর ইবরাহীম আলাইহিস সালাম হলেন ধর্মীয় পিতা। আল্লাহ তাআলা বলেন, ‘এটা তোমাদের পিতা ইবরাহীমের মিল্লাত, তিনি পূর্বে তোমাদের নামকরণ করেছেন মুসলিম’ (আল-হজ্জ, ২২/৭৮)। এছাড়া অন্য কোনো ব্যক্তিকে মুসলিম জাতির পিতা বা জাতির জনক বলে আখ্যায়িত করা যাবে না।
প্রশ্নকারী : সেলিম রেজা
মিরপুর, কুষ্টিয়া।