উত্তর: হাদীছটি ছহীহ। হাদীছটি মুসনাদে বাযযার ৬৮৮৮, মুসনাদে আবী ইয়ালা ৩৪২৫ নম্বরসহ অন্যান্য হাদীছ গ্রন্থে বর্ণিত হয়েছে। তবে, কবরের জীবনকে দুনিয়ার জীবনের সাথে তুলনা করা যাবে না। এক্ষেত্রে স্পষ্ট ব্যাখ্যা এবং সালাফদের আক্বীদা হচ্ছে- ১. নবীগণ মৃত্যুবরণ করেছেন একথাই চুড়ান্ত। মহান আল্লাহ তাঁকে উদ্দেশ্য করে বলেন, তুমি মরণশীল, তারাও মরণশীল’ (আয-যুমার, ৩০)। আল্লাহ বলেছেন, كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ ‘প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ
গ্রহণ করতে হবে’ (আলে ইমরান, ৩/১৮৫; আল-আম্বিয়া, ২১/৩৫)। (হাদীছ) ৩. আবূ বকর রযিয়াল্লাহু আনহু বলেছেন, فَإِنَّ مُحَمَّدًا قَدْ مَاتَ ‘নিশ্চয় মুহাম্মাদ মারা গিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/৩৬৬৮)। ৪. আয়েশা রযিয়াল্লাহু আনহা বলেছেন, مَاتَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‘নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন’ (ছহীহ বুখারী, হা/৪৪৪৬)। ২. নবীগণের শরীর মাটিতে খায় না। আওস ইবনু আওস থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَى الْأَرْضِ أَنْ تَأْكُلَ أَجْسَادَ الْأَنْبِيَاءِ ‘নিশ্চয় আল্লাহ তাআলা নবীগণের শরীর ভক্ষণ করাকে জমিনের উপর হারাম করে দিয়েছেন’ (ইবনু মাজাহ, হা/১৬৩৬; সুনানুস সুগরা লিল বায়হাক্বী, হা/৬০৫)। তবে যেসব বর্ণনায় বলা হয়েছে যে, তিনি সালামের জবাব দিয়ে থাকেন, ছালাত আদায় করে থাকেন তার অর্থ হল, আত্মার জগতে তাঁকে ছালাত আদায়ের, সালামের উত্তর দেয়ার ক্ষমতা দেয়া হয় (আবূ দাঊদ, হা/২০৪১; মিশকাত, হা/৯২৫; বঙ্গানুবাদ মিশকাত, হা/৪৬৪)।
প্রশ্নকারী : সিয়াম
আক্কেলপুর, জয়পুরহাট।
                            
                        