উত্তর: এমন জাতীয় কর্মসমূহ উভয়ের জন্যই বৈধ হবে না। কারণ তাতে ধোঁকা বিদ্যমান। আর ধোঁকা দেওয়া শরীআতে হারাম। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে আমাদের ধোঁকা দিবে সে আমার দলভূক্ত নয়’ (ছহীহ মুসলিম, হা/১০১; ইবনু মাজাহ, হা/২২২৪)। অতএব তাদের উচিত হবে এমনসব কর্মাবলী হতে বিরত থাকা এবং নিজের প্র্যাকটিকাল খাতা নিজেই লিখে জমা দেওয়া।
প্রশ্নকারী : রনি ইসলাম
বাউসা, রাজশাহী।
                            
                        