কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স

post title will place here

দ্বীন শিখতে আগ্রহী জেনারেল শিক্ষিত ভাইদের জন্য শায়খদের নিবিড় তত্ত্বাবধানে থেকে দ্বীন শিক্ষার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে ‘আদ-দাওয়া ইলাল্লহ’। গত রামাযানে বিভিন্ন জেলা থেকে আগত জ্ঞানপিপাসু দ্বীনি ভাইয়েরা ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীতে একত্রিত হয়ে একটানা ‘২০ দিন মেয়াদী’ মদীনা ও বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে দ্বীনের সান্নিধ্যে থেকে হাতে-কলমে সঠিক দ্বীনের জ্ঞান, আকীদা-আমল, আদব-তারবিয়াত শিখেন। শব-গুজারীর মাধ্যমে ইবাদতে অভ্যস্ত হন। নির্দিষ্ট সিলেবাস ও রুটিন মাফিক কোর্সটি বিনামূল্যে তারা গ্রহণ করেন। কোর্সে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। এতে ৩৩ জন দ্বীনী ভাই অংশগ্রহণ করেন। কোর্সটিতে ব্যাপক সাড়া পাওয়ায় বছর জুড়ে চলমান রাখার ঘোষণা দেওয়া হয়। এর ধারাবাহিকতায় ২৪ জনের অংশগ্রহণে দ্বিতীয় ব্যাচ ৪ঠা মে থেকে শুরু হয়ে ২৩শে মে, ২০২৪ খ্রি. সমাপ্ত হয়। তৃতীয় ব্যাচ ২৯শে জুন থেকে হয়ে ১৮ই জুলাই ২০২৪ খ্রি. শেষ হয়। এতে ৩০ জন অংশ নেয়। চতুর্থ ব্যাচ শুরু হবে ২৪শে আগস্ট, ২০২৪ খ্রি. ইনশাআল্লাহ। উক্ত কোর্সে ভর্তিচ্ছু দ্বীনি ভাইগণ নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করেত পারেন। ০১৪০৭-০২১৮১৪; ০১৪০৭-০২১৮১৫; (whatsapp) ০১৪০৭-০২১৮৪৮।


Magazine