কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

জনাব শাহাদাত হোসেন-এর শোক সংবাদ

post title will place here

১৫ জুন, ২০২৪ (শনিবার): ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব শাহাদাত হোসেন বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ থাকার পর ১৫ই জুন দুপুর ১২ : ৩০ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের অধীন পরিচালিত অঙ্গপ্রতিষ্ঠান আল-জামি‘আহ আস-লাফিয়্যাহ, নারায়ণগঞ্জ ও রাজশাহী উভয় প্রতিষ্ঠানের সূচনালগ্ন থেকেই তিনি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। তার পরামর্শ ও প্রচেষ্টার মাধ্যমে ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি ভাইস চেয়ারম্যানের গুরু দায়িত্ব পালন করে আসছেন। নীরব, নিভৃতচারী, প্রচারবিমুখ এই মহান ব্যক্তি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের অসংখ্য দ্বীনী কাজে সংযুক্ত ছিলেন। তাঁর এ সকল সৎ ও মহৎ কাজকে আল্লাহ তাআলা তাঁর আমলনামায় ছাদাক্বায়ে জারিয়া হিসেবে কবুল করুন, তার কবরকে প্রশস্ত করুন, তাকে জান্নাতে উঁচু মাক্বামে আসীন করুন। আমীন! তাঁর জানাযার প্রধান জামাআতের ইমামতি করেন শায়খ আব্দুল আলীম ইবেন কাওছার মাদানী। উক্ত জামাআতে উপস্থিত ছিলেন নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর সেক্রেটারি মোস্তফা কামাল, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক-সহ প্রতিষ্ঠানের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ। উল্লেখ্য যে, ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশ’-এর সম্মানিত চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ হজ্জ সফরে থাকায় জানাযার ছালাতে অনুপস্থিত ছিলেন।


Magazine