কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স : ব্যাচ নং- ০৫

post title will place here

গত ৩০ নভেম্বর, ২০২৪ ইং থেকে ১৯ ডিসেম্বর, ২০২৪ ইং পর্যন্ত, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীতে ২০ দিনব্যাপী হাতে-কলমে ‘কুরআন ও দ্বীন শিক্ষা’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীন পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর সহ-সেক্রেটারি ও ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর সম্মানিত পরিচালক-২ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। এতে প্রশিক্ষক ছিলেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষক, সিনিয়র ছাত্র ও আদ-দাওয়াহ ইলাল্লহ-এর দাঈগণ— আব্দুর রাযাযাক বিন ইউসুফ, মাহবুবুর রহমান মাদানী, আব্দুল আহাদ, হাসান আল-বান্নাহ মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুর রহিম বিন আব্দুর রাযযাক, হাফেয শহীদুল ইসলাম, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ব্যাচ নং ৫-এ দেশের বিভিন্ন স্থান হতে ২২ জন দ্বীনি ভাই অংশগ্রহণ করেন। উক্ত কোর্সের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ছালাতের প্র‍্যাক্টিকাল প্রশিক্ষণ যা মাহবুবুর রহমান মাদানী প্রদান করেন। ছালাতের ডেমু ক্লাশ প্রশিক্ষণার্থীগণ স্বাচ্ছন্দ্যে গ্রহণ করার মাধ‌্যমে আমলী যিন্দেগীকে উপকৃত হন।


Magazine