কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সা‘দ ইবনে আবু ওয়াক্কাস রাযিয়াল্লাহু আনহু কুরআন ও দ্বীন শিক্ষা : ব্যাচ নং- ০৮

post title will place here

দ্বীন শিখতে আগ্রহী জেনারেল শিক্ষিত ভাইদের জন্য সালাফী শায়খদের নিবিড় তত্ত্বাবধানে থেকে দ্বীন শিক্ষার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে ‘আদ-দাওয়া ইলাল্লহ’। এবারের দ্বীন শিক্ষার আসর ছিল আরও ব্যতিক্রম, যা ছিল এসএসসি পরীক্ষার্থীদের জন্য স্পেশাল কোর্স। গত ১৪ই জুন, ২০২৫ ইং থেকে ৩০শে জুন, ২০২৫ ইং পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত জ্ঞানপিপাসু এসএসসি ও সমমানের পরীক্ষার্থী দ্বীনি ভাইয়েরা ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীতে একত্রিত হয়ে একটানা ‘২০ দিন মেয়াদী’ বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে দ্বীনের সান্নিধ্যে থেকে হাতে-কলমে সঠিক দ্বীনের জ্ঞান, আক্বীদা-আমল, আদব-তারবিয়াত শিখেন। শবগুজারীর মাধ্যমে ইবাদতে অভ্যস্ত হন। নির্দিষ্ট সিলেবাস ও রুটিন মাফিক কোর্সটি বিনামূল্যে তারা গ্রহণ করেন। কোর্সে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়। এতে ৩২ জন দ্বীনী ভাই অংশগ্রহণ করেন। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীন পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর সহ-সেক্রেটারি ও ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর সম্মানিত পরিচালক-২ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। এতে প্রশিক্ষক ছিলেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষকবৃন্দ ও আদ-দাওয়াহ ইলাল্লহ-এর দাঈগণ— আব্দুর রাযাযাক বিন ইউসুফ, মাহবুবুর রহমান মাদানী, আব্দুল আহাদ, হাসান আল-বান্নাহ মাদানী, আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক, হাফেয শহীদুল ইসলাম, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। কোর্স সমাপ্তান্তে সঊদী শায়খগণ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কোর্সের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিল ছালাতের প্র‍্যাকটিকেল প্রশিক্ষণ, যা মাহবুবুর রহমান মাদানী প্রদান করেন। প্রশিক্ষণার্থীরা অতীব স্বাচ্ছন্দ্যে তা উপভোগ করেন এবং ছালাত শিক্ষায় অনেক উপকৃত হন। কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কোর্সটির সমাপ্তি ঘোষণা করা হয়। এই অনুষ্ঠানে স্বয়ং আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রশিক্ষণকালীন মাঠ পর্যায়ে তৃণমূল মানুষের কাছে কীভাবে দাওয়াতী কার্যক্রম চালাতে হয় তা প্র‍্যাকটিক্যাল করানো হয়। দাঈদের দুটি দলে বিভক্ত করা হয়। একদল রাজশাহীর পবা উপজেলা এবং অপরটি নাটোরের নলডাঙ্গা উপজেলার বিভিন্ন মহল্লায় দাওয়াতী কার্যক্রমে অংশ নেন।


Magazine