কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সালাফী কনফারেন্স’২৪ রাজশাহী অনুষ্ঠিত

post title will place here

আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া,পবা, রাজশাহী, ৭ ও ৮ নভেম্বর, বৃহস্পতিবার ও শুক্রবার : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘সালাফী কনফারেন্স-২০২৪’ রাজশাহী জেলার পবা থানার অন্তর্গত ডাঙ্গীপাড়াতে অবস্থিত আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর সুবিশাল মাঠে সফলভাবে অনুষ্ঠিত হয়, ফালিল্লাহিল হাম্দ। নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মহাপরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮ম বার্ষিক সালাফী কনফারেন্সে বিপুল সংখ্যক দ্বীনদরদী মুসলিম ভাই-বোনেরা কনফারেন্সে উপস্থিত হন।

সালাফী কনফারেন্স ২০২৪-এর এবারের প্রতিপাদ্য বিষয় ছিল— ‘সীরাতুর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচ্য বিষয়সমূহ: ১. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে নবুঅতের জন‌্য যেভাবে তৈরি করা হয় (জন্মে নূর দেখা, দুধপানের মু‘জিযা, ইনছাফ করা, বক্ষ বিদারণ, সামাজিক প্রস্তুতি, হাজরে আসওয়াদ, হিলফুল ফুযুল, ব‌্যবসায় কাজে শামে গমন ও গানের মজলিসে ঘুমানো), ২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নবুঅত প্রাপ্তির সূচনা (নবুঅতের সময়ের ঘটনা ও অহী নাযিলের পদ্ধতি), ৩. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিনয় ও নম্রতা, ৪. নারী অধিকার রক্ষায় রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ভূমিকা, ৫. ছোটদের রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর হাস‌্য-রসিকতা, ৬. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পররাষ্ট্রনীতি (হুদায়বিয়ার সন্ধি ও বহির্বিশ্বে দাওয়াত, ৭. বদর যুদ্ধ (তরবারির জোরে কি ইসলাম প্রচার করেন? যুদ্ধসমূহ আক্রমণাত্মক না-কি রক্ষণাত্মক ছিল? যুদ্ধের কারণসমূহ), ৮. শিক্ষার প্রচার-প্রসার ও শিক্ষক হিসাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অবদান, ৯. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নেতৃত্বের গুণাবলি ও সমাজ গঠনে ভূমিকা (মদীনা সনদ ও ইয়াহূদী গোত্র), ১০. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর ইবাদতের স্বরূপ, ১১. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দৈহিক অবয়ব ও তাঁর সাহসিকতা, ১২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দানশীলতা, ১৩. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিবাহ ও তাঁর বহুবিবাহের সংশয় নিরসন, ১৪. উহুদ ও খন্দক যুদ্ধ (প্রেক্ষাপট, বিবরণ, ফলাফল ও শিক্ষা), ১৫. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মানবতা (যুদ্ধক্ষেত্রে, নারী-পুরুষের প্রতি, পশু-পাখি ও গাছপালা ইত্যাদি), ১৬. মানুষ হিসাবে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম (নূরের তৈরি না মাটির তৈরি, ভুল করা, স্ত্রী-সন্তান গ্রহণ, প্রাকৃতিক চাহিদা পূরণ), ১৭. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হিজরতের প্রয়োজনীয়তা ও আমাদের শিক্ষা (বর্তমান সময়ে কাফের রাষ্ট্রে হিজরত করার বিধান), ১৮. দাওয়াতী মাঠে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর আত্মত্যাগ (দাওয়াতী পদ্ধতিসমূহ), ১৯. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অছিয়তসমূহ, ২০. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্বরাষ্ট্রনীতি, ২১. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর মক্কা বিজয়, ২২. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর বিদায় হজ্জ ও স্বর্ণাক্ষরে প্রলেপিত অমীয় বাণী এবং ২৩. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর পরলোকগমন ও তাঁর মৃত্যুতে ছাহাবীদের হত-বিহ্বলতা।

১ম দিন বাদ আছর, পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী নাশীদ পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম শুরু হয়। কনফারেন্স-এর সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ দুবাই সফর থেকে ফিরতে দেরি হওয়ায় কনফারেন্সে উদ্বোধনী ভাষণ পেশ করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক বিন ইউসুফ।

১ম দিন পূর্বনির্ধারিত বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন আব্দুর রাযযাক বিন ইউসুফ, মুহাম্মাদ ইউসুফ মাদানী (ভারত), আব্দুল খালেক সালাফী, ড. মঞ্জুর-ই এলাহী, ড. আব্দুল্লাহিল কাফী মাদানী, আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, মাহবূবুর রহমান মাদানী, আব্দুল হাসিব মাদানী, আব্দুর রহীম বিন আব্দুর রাযযাক আল-আযহারী, গোলাম রব্বানী প্রমুখ। এছাড়াও প্রথম দিন বাদ এশা আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর বালক শাখার ছাত্ররা একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দেয়। উক্ত অনুষ্ঠানে ছাত্রদের শিক্ষণীয়, মননশীল উপস্থাপনায় উপস্থিত শ্রোতামণ্ডলী মুগ্ধ হন।

কনফারেন্স-এর ২য় দিন বাদ ফজর দারসে কুরআন-এর মাধ্যমে অধিবেশন শুরু হয়। দারসে কুরআন পেশ করেন আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক।

নাস্তার বিরতির পর চলে সকলের জন্য উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব ‘আপনার জিজ্ঞাসা’। এ পর্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন আব্দুল বারী বিন সোলায়মান এবং উত্তর প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। জুমআর খুৎবা পেশ ও ইমামতি করেন কনফারেন্স-এর সভাপতি শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ।

২য় দিন বাদ আছর পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামী নাশীদ পরিবেশনার মধ্য দিয়ে কনফারেন্সের কার্যক্রম পুনরায় শুরু হয়।

এদিনও ‘সীরাতুর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত নির্দিষ্ট বিষয়ে আলোচনা পেশ করেন আব্দুর রাযযাক বিন ইউসুফ, ড. আবু বকর মুহাম্মাদ জাকারিয়া, ড. মুহাম্মাদ সাইফুল্লাহ, ড. লোকমান হোসেন, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, ড. ইমাম হোসেন, আব্দুল কাদের মাদানী (ভারত), হাসানুল বান্না (ভারত), ড. আব্দুল বাসীর, আব্দুর নূর মাদানী, আব্দুল বারী বিন সোলায়মান প্রমুখ।

সীরাতে নববীতে অভিজ্ঞ সঊদী শায়েখদের আগমন: সুদূর সঊদী আরব থেকে সীরাতে নববী বিষয়ে ৩৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন প্রফেসর ড. মুহাম্মাদ বিন মুহাম্মাদ আল-আওয়াজী ও সীরাত বিশেষজ্ঞ প্রফেসর ড. বুরাইক বিন মুহাম্মাদ আবু মায়েলাহ আল-উমরী উপস্থিত হন। এছাড়াও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব-এর প্রফেসর ড. মারজুক সুলাইম আল-ইউবী ও মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়, সঊদী আরব থেকে ফারেগ ড. হাসান নাছের আল-আওয়ানী উপস্থিত হন।

দাওরাহ ও হিফয বিদায় এবং পুরস্কার: আল-জামি‘আহ আস সালাফিয়্যাহ রাজশাহী ২০২৪ শিক্ষাবর্ষে ৫ জন দাওরাহ ও ১১ জন হিফয সম্পন্নকারী শিক্ষার্থীদের জন‌্য বিদায় সংবর্ধনা ও পুরস্কার প্রদান করা হয়।

আদ-দাওয়াহ ইলাল্লহ মক্তব প্রতিযোগিতা: দেশের বিভিন্ন জেলা থেকে আগত মক্তব-শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সেখানে তার পুরস্কৃত করা হয়।

প্রকাশনা: এবারের কনফারেন্স এ আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর প্রকাশনা প্রতিষ্ঠান ‘মাকতাবাতুস সালাফ’ থেকে আল্লামা মুহাম্মাদ নাছিরুদ্দীন আলবানী রাহিমাহুল্লাহ সংকলিত ‘সিলসিলা ছহীহা’-এর ৩য় খণ্ড (সমাপ্ত), আল্লামা নওয়াব ছিদ্দিক হাসান খান ভূপালী রাহিমাহুল্লাহ-এর আর-রওযাতুন নাদীয়া-এর অনুবাদ ‘ফিকহুস সালাফ’-এর ২য় খণ্ড, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক লিখিত ‘কুরাআনের আলোকে হাদীছের অপরিহার্যতা’, আব্দুল আলীম ইবনে কাওছার মাদানী লিখিত ‘ইসলামে বায়‘আত’ ও শায়খ মুহাম্মাদ ইবনে ছালেহ আল-উছায়মীন লিখিত ও ড. আব্দুল্লাহিল কাফী মাদানী অনূদিত ‘মুসলিম পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর’ প্রকাশ হয় এবং ‘তুবা পাবলিকেশন’ থেকে আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক-এর ‘ফিলিস্তীন ও সমসাময়িক মুসলিম বিশ্ব’ প্রকাশ পায়। এছাড়াও আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষার্থীদের পরিচালনায় ত্রৈমাসিক পত্রিকা ‘কিশলয়’ প্রকাশ পায়। ফালিল্লাহিল হামদ!

সমাপনী বক্তব্য: কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দ্বীনী ভাইদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত সমাপনী বক্তব্য প্রদান করেন শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ। তিনি সকল শ্রোতামণ্ডলীকে আন্তরিক মোবারকবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন। উপস্থিত শ্রোতামণ্ডলী, দেশ ও জাতির জন্য প্রতিপালকের নিকট প্রার্থনা করে এবং বৈঠক শেষের দু‘আ পাঠের মাধ্যমে ৮ম বার্ষিক সালাফী কনফারেন্সের সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য যে, কনফারেন্স-এর আলোচনার বিষয়গুলো দ্রুতই স্মরণিকা আকারে প্রকাশ পাবে ইনশা-আল্লাহ।

Magazine