দ্বীন শিখতে আগ্রহী জেনারেল শিক্ষিত ভাইদের জন্য বিদগ্ধ শায়খদের নিবিড় তত্ত্বাবধানে থেকে দ্বীন শিক্ষার এক সুবর্ণ সুযোগ তৈরি করেছে ‘আদ-দাওয়া ইলাল্লহ’। গত প্রথম রামাযান হতে ২০তম রামাযান পর্যন্ত বিভিন্ন জেলা থেকে আগত জ্ঞানপিপাসু দ্বীনি ভাইয়েরা ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহীতে একত্রিত হয়ে একটানা ‘২০ দিন মেয়াদী’ মদীনা ও বাংলাদেশের বিদগ্ধ উলামায়ে দ্বীনের সান্নিধ্যে থেকে হাতে-কলমে সঠিক দ্বীনের জ্ঞান, আক্বীদা-আমল, আদব-তারবিয়াত শিখেন। শব-গুজারীর মাধ্যমে ইবাদতে অভ্যস্ত হন। নির্দিষ্ট সিলেবাস ও রুটিন মাফিক কোর্সটি বিনামূল্যে তারা গ্রহণ করেন। কোর্সে বিশুদ্ধ কুরআন তেলাওয়াত শিক্ষার গুরুত্ব দেওয়া হয়। এতে ৬৩ জন দ্বীনী ভাই অংশগ্রহণ করেন।
‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীন পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর সহ-সেক্রেটারি ও ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর সম্মানিত পরিচালক-২ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। এতে প্রশিক্ষক ছিলেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষক ও আদ-দাওয়াহ ইলাল্লহ-এর দাঈগণ— আব্দুর রাযাযাক বিন ইউসুফ, মাহবুবুর রহমান মাদানী, আব্দুল আহাদ, হাসান আল-বান্নাহ মাদানী, আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক, হাফেয শহীদুল ইসলাম, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। উক্ত কোর্সের একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ ছিলে ছালাতের প্র্যাক্টিকাল প্রশিক্ষণ যা মাহবুবুর রহমান মাদানী প্রদান করেন। যা প্রশিক্ষণার্থীরা অতীব স্বাচ্ছন্দ্যে উপভোগ করেন এবং ছালাত শিক্ষায় অনেক উপকৃত হন। কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং তাদের মাঝে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার এবং যথাক্রমে সকল প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট প্রদানের মাধ্যমে কোর্সটি সমাপ্ত ঘোষণা করা হয়। পুরস্কার ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে স্বয়ং আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক উপস্থিত ছিলেন।