‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর দাওয়াতী প্লাটফর্ম ‘আদ-দাওআহ ইলাল্লহ’ সারা দেশব্যাপী দ্বীনের সঠিক দাওয়াত পৌঁছে দিতে মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা ও পরিচালনা করে আসছে। ‘প্রতিটি মসজিদ হোক দ্বীনি শিক্ষার প্রথম পাঠশালা’ এই স্লোগানকে সামনে রেখে অভিযাত্রা শুরু করে। কাফেলাকে শক্তিশালী করতে শিক্ষকদের বিনামূল্যে বুনিয়াদী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়, যা গত ১৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রি. শুরু হয়ে বর্তমান অবধি চলমান। উল্লেখ্য, এখন পর্যন্ত মোট ১০টা ব্যাচে প্রায় ২৬৯ জন মক্তব শিক্ষক ট্রেনিং-এ অংশগ্রহণ করেন। প্রতিটি কোর্সের মেয়াদ ৭ দিন; ভেন্যু: আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, রাজশাহী। (সর্বশেষ তথ্য: ৫ জুলাই পর্যন্ত)