ঢাকা, মিরপুর, ১১ অক্টোবর, ২০২৪ রোজ শুক্রবার: ঢাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হলো আদ-দাওয়াহ ইলাল্লহ এডুকেশন সেন্টারের উদ্বোধনের মধ্য দিয়ে। মসজিদ কাম দাওয়াহ সেন্টারের শুভ উদ্বোধন হয় শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ-এর জুমআর খুৎবার মাধ্যমে। এখন থেকে তিনি সেখানে নিয়মিত জুমআর খুৎবা দিবেন ইনশা-আল্লাহ। প্রতি শনিবার বাদ আছর, কিতাবভিত্তিক সাপ্তাহিক দারস দিবেন শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। দারস শেষে মূল্যায়ন প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীর জন্য উমরাহ পালনের সুযোগসহ আরও আকর্ষণীয় পুরস্কার রয়েছে। এখানে প্রত্যহ বাদ মাগরিব নিয়মিত হাদীছ ও সংক্ষিপ্ত তাফসির পাঠ করা হয়। সেন্টারের সকল কার্যক্রম নারী-পুরুষ সকলের জন্য উন্মুক্ত। সকলের জন্য ছালাতের সু-ব্যবস্থা রয়েছে। দেশবাসীর জন্য বড় সুখবর হলো শীঘ্রই আদ-দাওয়াহ ইলাল্লহ পরিচালিত নলেজ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড মাদরাসায় প্রি-হিফয ও হিফয বিভাগে অনাবাসিক ও ডে-কেয়ার শিফটে ভর্তি কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ভর্তিচ্ছু নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন: ০১৪০৭-০২১৮৩৩; (WhatsApp) ০১৮৩৫-৯৮৪৬৪৮।
আদ-দাওয়াহ সেন্টারের কার্যক্রমসমূহ: ওয়াক্তিয়া ছালাত, বিষয়ভিত্তিক জুমআর খুৎবা, ডে-কেয়ার কুরআন হিফয, ২৪ ঘণ্টা ফতওয়া সার্ভিস, ফ্যামিলি কনসালটেন্সি, কুরআন শিক্ষা কোর্স, বেসিক দ্বীন শিক্ষা কোর্স, স্ট্রিট দাওয়াহ, দাওয়াহ প্রশিক্ষণ কর্মশালা, বিষয়ভিত্তিক সেমিনার, কিতাবভিত্তিক সাপ্তাহিক দারস, ডেইলি হাদীছ পাঠ, ডেইলি তাফসীর পাঠ, কিতাবভিত্তিক গ্রুপ স্টাডি ও লাইব্রেরি সুবিধাসহ আরও অসংখ্য অনলাইন/অফলাইন দাওয়াহ ও সেবামূলক কাজ পরিচালিত হবে এই সেন্টার থেকে ইনশা-আল্লাহ।
আদ-দাওয়াহ সেন্টারমিরপুর, ঢাকা, ১২ থেকে ২৯ অক্টোবর, ২০২৪ ইং: পূর্ব ঘোষণা অনুযায়ী ১২ই অক্টোবর, বাদ আছর ধারাবাহিক কিতাবভিত্তিক দারস শুরু হয়, দারস প্রদান করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। ১৩ ১৪, ১৫ ও ১৭, ২০, ২১, ২২, ২৪, ২৭, ২৯ই অক্টোবর, ২০২৪ ইং প্রত্যহ একটি হাদীছ ও তাফসীর পাঠ করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। ১৮ই অক্টোবর ২০২৪ ইং হাদীছ ও তাফসীরের উপর দারস প্রদান করেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক ও আব্দুর রহীম বিন আব্দুর রাযযাক। ১৯ই অক্টোবর, ২০২৪ ইং বাদ মাগরিব ইউনাইটেড উম্মাহ, বাংলাদেশ কর্তৃক আয়োজিত ‘ক্যাম্পাসকেন্দ্রিক দাওয়াতী কাজের টেকসই কৌশল’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে প্রধান আলোচক ছিলেন উপস্থিত ছিলেন আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, যেখানে ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্র প্রতিনিধিরা অংশগ্রহণ করেন এবং তাদের দাওয়াহ মডেল প্রেজেন্ট করেন।