কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

মক্তব শিক্ষক প্রশিক্ষণ: ব্যাচনং- ২০ও২১

post title will place here

আদ-দাওয়াহ ইলাল্লহ’-এর একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হলো মক্তব শিক্ষক প্রশিক্ষণ। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীতে গত ১২ই এপ্রিল, ২০২৫ ইং শুরু হয়ে ১৭ই এপ্রিল, ২০২৫ ইং পর্যন্ত ৬ দিনব্যাপী ২০তম এবং ১৯শে এপ্রিল, ২০২৫ ইং শুরু হয়ে ২৪শে এপ্রিল, ২০২৫ ইং পর্যন্ত ৬ দিনব্যাপী ২১তম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন হয়। এ কর্মশালাগুলোয় প্রশিক্ষক ছিলেন— শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক, মাহবুবুর রহমান মাদানী, হাফেয শহীদুল ইসলাম, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, সায়্যেদ তাসনীম আল-আমান, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ। ব্যাচ দুটিতে যথাক্রমে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪৬ জন ও ১৭ জন মক্তব শিক্ষক। উল্লেখ্য যে, এই প্রশিক্ষণ কর্মশালাদ্বয়ের উদ্দেশ্য হলো দেশব্যাপী মক্তব শিক্ষাকে প্রসারিত করতে মক্তব-শিক্ষকের সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দেওয়া। এর ফায়েদা হলো—

১. শিক্ষকদের প্রশিক্ষিত করে কর্মদক্ষতা বৃদ্ধি করা, ২. মক্তব-শিক্ষার্থীর স্বল্প সময়ে কুরআন শিখানোর কৌশল রপ্ত করা, ৩. শিক্ষার্থীকে সহজে আদব-আখলাক ও নীতি-নৈতিকতা শেখানো, ৪. দেশে প্রচলিত জাল-বানোয়াট ও অর্থহীন ছড়া বা গল্পের পরিবর্তে সত্য ও শিক্ষামূলক ছড়া বা গল্পের মাধ্যমে শিশুদের আন্দোলিত করা, ৫. রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছাহাবীদের জীবনী সম্পর্কে ধারণা প্রদান করা, যাতে শিক্ষার্থীবৃন্দ তাদের জীবন থেকে আদর্শ গ্রহণ করতে পারে। (আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক প্রণীত নবী ও ছাহাবীদের জীবনীসম্বলিত তথ্যসমৃদ্ধ ‘আদর্শ শিক্ষা’ বইটি পাঠ্যভুক্ত), ৬. শিক্ষকদের হাতের লেখা চর্চা করানো হয়, যাতে শিক্ষার্থীগণ ভুল লেখা হতে বিরত থাকে এবং ৭. শিক্ষকদের দৈনন্দিন প্রয়োজনীয় দু‘আ চর্চা করানো হয়, যাতে সোনামণিরা নিয়মিত দু‘আ চর্চায় অভ্যস্ত হয়।


Magazine