কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

উত্তরবঙ্গে বন্যার্তদের মাঝে ত্রাণ-হাদিয়া বিতরণ

post title will place here

দেশের উত্তর-পূর্ব অঞ্চলের, বিশেষত ফেনী-সিলেট অঞ্চলের ভয়াবহ বন্যা শেষ হতে না হতেই নতুন বন্যার আঘাত আসে উত্তরবঙ্গের জেলাগুলোতে। ভারত থেকে বয়ে আসা পাহাড়ি ঢলে তিস্তা, করতোয়া, আত্রাই, যমুনাসহ উত্তরবঙ্গের আরও একাধিক নদীর প্লাবিত হয় এবং সেইসঙ্গে সে অঞ্চলের অবিরাম বর্ষণের ফলে বন্যা এক ভয়ংকর রূপ ধারণ করে। খাদ‌্য ও আশ্রয়ের অভাবে এসব জনপদ এবং লোকালয়ের জনজীবন সংকটাপন্ন হয়ে পড়ে। ২৯শে সেপ্টেম্বর, ২০২৪ ইং দ্বীনদরদী ও জনহিতৈষী ব‌্যক্তিত্ব শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ উত্তরবঙ্গের বন্যার্ত ভাই-বোনদের সহযোগিতা করার জন্য ঘোষণা দেন। ৫ই অক্টোবর, শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ সরাসরি উপস্থিত হয়ে প্রায় ১৫০০ প্যাকেট ত্রাণ-হাদিয়া লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারীর বন‌্যার্তদের মাঝে বিতরণ করেন এবং ৯ অক্টোবর, শেরপুরে ১০০০ প্যাকেট ত্রাণ-হাদিয়া হক্বদারদের মাঝে বিতরণ করা হয়। একাজে আঞ্জাম দেন নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন-এর অধীন পরিচালিত আদ-দাওয়াহ ইলাল্লহ-এর একদল স্বেচ্ছাসেবী বন্ধুরা। ফালিল্লাহিল হাম্দ!


Magazine