৮ নভেম্বর, ২০২৪ রোজ শুক্রবার, ‘প্রতিটি মসজিদ হোক, দ্বীন শিক্ষার প্রথম পাঠশালা’ এই স্লোগানে এবং দেশের ইসলামী শিক্ষার প্রসার ও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’-এর পক্ষ থেকে ‘জাতীয় মক্তব প্রতিযোগিতা ২০২৪’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বিষয় হিসেবে নির্বাচিত গ্রন্থ ছিল উছমানী কায়েদা, আদর্শ শিক্ষা এবং কুরআন মাজীদ থেকে সূরা ফাতিহার শেষ ১৫টি সূরা মুখস্থ। এতে অংশগ্রহণকারীদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে নির্ধারিত ছিল। আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, রাজশাহীতে অনুষ্ঠিত ৮ম বার্ষিক ‘সালাফী কনফারেন্স’-এর মঞ্চে প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মহাপরিচালক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ ও অন্যান্য অথিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার, সনদপত্র ও ক্রেস্টে তুলে দেন।
কেন্দ্রীয় পর্যায়ে পুরস্কারসমূহ: ১ম পুরস্কার- শিক্ষার্থী ও তার ১ জন অভিভাবককে উমরাহ পালনের সুযোগ সাথে সনদ ও ক্রেস্ট। ২য় পুরস্কার- নগদ ৫০ হাজার টাকা সাথে সনদ ও ক্রেস্ট। ৩য় পুরস্কার- নগদ ৩০ হাজার টাকা সাথে সনদ ও ক্রেস্ট। ৪র্থ থেকে ১০ম পর্যন্ত বিশেষ পুরস্কার- ৫ হাজার টাকা সমমূল্যের মাকতাবাতুস সালাফ ও তুবা পাবলিকেশনের এক সেট বই। আর সকল অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য ছিল সাধারণ পুরস্কার। এছাড়া কেন্দ্রীয় পর্যায়ে সেরা শিক্ষক পুরস্কার হিসেবে ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারী শিক্ষার্থীর শিক্ষককে যথাক্রমে নগদ ২০ হাজার, ১৫ হাজার ও ১০ হাজার টাকা সম্মানী প্রদান করা হয় এবং ৪র্থ থেকে ১০ম স্থান অধিকারী শিক্ষার্থীর শিক্ষককে প্রত্যেককে নগদ ৩ হাজার টাকা সম্মানী প্রদান করা হয়। ফালিল্লাহিল হাম্দ!
বি.দ্র: উমরাহ স্পন্সর করেছিল: মক্কা-মদিনা ট্রাভেলস এন্ড ট্যুরস। (প্রধান অফিস: মতিঝিল, ঢাকা। রাজশাহী অফিস: নওদাপাড়া, রাজশাহী। চট্টগ্রাম শাখা: হালিশহর, চট্টগ্রাম। মোবাইল: ০১৩২৯-৭৪১৭০০, ০১৭৮২-৮৫৫১৯৭, ০১৭২৯-৮১৫৫২২)।