কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিকহুস সিয়াম কনফারেন্স ২০২৫

ফিকহুস সিয়াম কনফারেন্স ২০২৫, ইসলামিক আলো ফাউন্ডেশন ও আদ-দাওয়াহ ইলাল্লহর যৌথ উদ্যোগে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ ইসলামিক সম্মেলন। এটি মূলত রামাযানের ছিয়াম সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফিক্বহি বিষয়াদি নিয়ে আলোচনা ও দিকনির্দেশনা প্রদানের উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়।

স্থান ও সময়: কনফারেন্সটি ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ তারিখে ঢাকার কাকরাইলস্থ ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IDআলাইহিস সালামB) ভবনের ২য় তলায় অনুষ্ঠিত হয়।

বক্তব্য ও আলোচনার বিষয়বস্তু: এই কনফারেন্সে ইসলামী শরীআহ অনুযায়ী ছিয়ামের মাসায়েল ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে নিম্নলিখিত বিষয়গুলোর ওপর আলোকপাত করা হয়—

ছিয়ামের ফিক্বহি দিকনির্দেশনা: ছিয়ামের ফরয, সুন্নাহ ও মাকরূহ দিকসমূহ; ছিয়াম ভঙ্গের কারণ ও করণীয়: কী কী কারণে ছিয়াম ভঙ্গ হয় ও পুনরুদ্ধারের উপায়; রামাযানের বিশেষ আমল: কুরআন তেলাওয়াত, তাহাজ্জুদ, দান-ছাদাক্বা ও অন্যান্য ইবাদতের গুরুত্ব; সমসাময়িক জিজ্ঞাসা ও সমাধান: আধুনিক যুগে ছিয়াম পালন সংক্রান্ত জটিল বিষয়ের শারঈ সমাধান।

কনফারেন্সে যারা আলোচনা পেশ করেন: কনফারেন্সে বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন— শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ, শায়খ আবু বকর মোহাম্মদ জাকারিয়া, শায়খ ড. মানজুরে এলাহী, শায়খ ড. মোকাররম বিন মহসিন মাদানী, শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুস সবুর চৌধুরী প্রমুখ।

উপস্থিতি ও অংশগ্রহণ: কনফারেন্সে দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ১০০০ জন দাঈ অংশগ্রহণ করেন। যাদের ৫০০ জনই আদ-দাওয়াহ ইলাল্লহ-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন তাদের প্রতিজনের হাতে একটি সুন্দর সাবলীল কুরআন মাজীদ, রামাযানের ৩০ দিনে ৩০ আসর নামক একটি বই ও ৩০ পিচ করে উছমানী কায়দা ফ্রি প্রদান করা হয়। পুরুষ ও মহিলাদের জন্য আলাদা বসার ব্যবস্থা রাখা হয়েছিল। আসন সীমিত থাকায় আগ্রহীদের জন্য পূর্ব রেজিস্ট্রেশনের ব্যবস্থা ছিল, যা ইসলামিক আলো ফাউন্ডেশনের অফিসিয়াল পেজের মাধ্যমে করা হয়।

ফিকহুস সিয়াম কনফারেন্স ২০২৫, একটি জ্ঞানগর্ভ ও তাৎপর্যপূর্ণ ইসলামিক অনুষ্ঠান ছিল, যেখানে রামাযান ও ছিয়াম সংক্রান্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। এতে অংশগ্রহণকারীরা ইসলামী শরীআহ অনুসারে ছিয়াম রাখার সঠিক পদ্ধতি সম্পর্কে সুস্পষ্ট ধারণা লাভ করেন। ফালিল্লাহিল হামদ।

Magazine