কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রধান সম্পাদকের হজ্জ সফর

post title will place here

নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহর মহাপরিচালক ও মাসিক আল-ইতিছামের প্রধান সম্পাদক শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ গত ২২ মে, ২০২৪ খ্রি. ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকন হজ্জ পালনের উদ্দেশ্যে সঊদী আরবে স্বপরিবারে যাত্রা করেন।

শায়খ উক্ত হজ্জ সফরে প্রবাসী দ্বীনী ভাইদের আহ্বানে সাড়া দিয়ে রিয়াদ, ইয়াম্বু, মক্কা, জেদ্দাসহ মদীনার বিভিন্ন জায়গায় কয়েকটি আলোচনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে আলোচনা পেশ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য স্থানগুলো হলো: ২৪ মে, কিং খালেদ ইসলামিক সেন্টার, উম্মুল হামাম, রিয়াদ; ২৯ মে, এস্তেরাহা সাদিম, সুক মক্কা, বুরাইদাহ, আল-কাসিম; ৩ জুন, হোটেল রায়হানা আত-তাইসীর, মক্কা; ৬ জুন, ইসলামী সম্মেলন সিডার ক্যাম্প, আর-রহমানিয়া, জেদ্দা; ৭ জুন, ইসলামী সম্মেলন, রুসেফাত, মক্কা; ১৪-১৯ জুন, হজ্জ সম্পাদন; ২১ জুন, ইসলামী সম্মেলন, মদীনা; ২৩-২৫ জুন মদীনার উলামায়ে দ্বীনের আমন্ত্রণে বিভিন্ন স্থান পরিদর্শন; ৩০ জুন, আল-মাজমা ইসলামী দাওয়া সেন্টার, রিয়াদ; ১ জুলাই, হজ্জ সফরের শেষ প্রোগ্রাম, মক্কা।

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানসমূহে প্রবাসী দ্বীনী ভাইদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ চোখে পড়ার মতো ছিল। এছাড়াও তিনি মদীনা ইউনিভার্সিটির সাবেক প্রফেসর, বিশিষ্ট কবি ও সাহিত্যিক ড. যায়েদ আল-জুহানী হাফিযাহুল্লাহ-এর বিশেষ আমন্ত্রণে তার দাওয়াতে অংশগ্রহণ করেন। উক্ত দাওয়াতে আরো উপস্থিত ছিলেন মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু প্রবীণ ওস্তাযগণ— আক্বীদা বিশেষজ্ঞ শায়খ সঊদ বিন আব্দুল আযীয আদ-দাজান হাফিযাহুল্লাহ, হাদীছ বিশারদ ড. আব্দুল্লাহ আস-সুমরানী হাফিযাহুল্লাহ, ভাষা অনুষদের সাবেক ডিন ভাষাবিদ ড. আব্দুল খালেক আয-যাহারানী হাফিযাহুল্লাহ, শায়খ মানছূর আল-খালাফ হাফিযাহুল্লাহ, বহু গ্রন্থপ্রণেতা ও ইতিহাসবিদ ড. বুরাইক আবূ মায়েলা আল-হারবী হাফিযাহুল্লাহ প্রমুখ। মদীনা থেকে ১০০ কিলোমিটার দূরে অবস্থিত জুহানী পরিবারের পারিবারিক খামারবাড়ি (খেজুর ও কমলার বাগান) ঘুরে দেখান। জুহানী বংশের ছাহাবায়ে কেরাম ও তাদের বিগত ১৪০০ বছরের জুহানী বংশের ইতিহাস ও কালের পরিক্রমায় তাদের বসতভিটা পরিদর্শন করেন। খেজুরবাগানে পৌঁছালে ড. জুহানীর ছোটভাই ছালাহ আল-জুহানী শায়খকে অভিনন্দন জানান এবং বাংলাদেশে তার ভাইয়ের দীর্ঘ সফর ও আপ্যায়নের কথা উল্লেখ করে শায়খের শুকরিয়া আদায় করেন। জুলাই মাসের মাঝামাঝি সময়ে তিনি মিশরে অবস্থিত ফিলিস্তীনী উদ্বাস্তু শিবির পরিদর্শন করে দেশে ফিরবেন ইনশাআল্লাহ। (তথ্য: ৫ জুলাই পর্যন্ত)

উল্লেখ্য যে, শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ এই বছর সঊদী আরবের সম্মানিত বাদশাহ খাদেমুল হারামাইন আশ-শারীফাইন সালমান বিন আব্দুল আযীযের পক্ষ থেকে রাজকীয় মেহমান হিসেবে হজ্জ সফরের অমন্ত্রণ পেয়েছিলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিষয়টি সঊদী দূতাবাসের পক্ষ থেকে জানানোর পূর্বেই শায়খ হজ্জ সফরের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিলেন। আমরা নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও তার সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে সঊদী আরবের সম্মানিত বাদশাহর উক্ত আমন্ত্রণের জন্য শুকরিয়া আদায় করি।


Magazine