কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

কুরআন ও দ্বীন শিক্ষা কোর্স : ব্যাচ নং- ০৩

post title will place here

গত ২৯ জুন, ২০২৪ ইং থেকে ১৮ জুলাই, ২০২৪ ইং : আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ, ডাঙ্গীপাড়া, পবা, রাজশাহীতে ২০ দিনব্যাপী হাতে-কলমে ‘কুরআন ও দ্বীন শিক্ষা’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর অধীন পরিচালিত ‘আদ-দাওয়াহ ইলাল্লহ’ এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ‘নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’-এর সহ-সেক্রেটারি ও ‘আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ’-এর সম্মানিত পরিচালক-২ আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক। প্রশিক্ষণ শেষে তিনি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ ও মূল্যবান বই তুলে দেন। এতে প্রশিক্ষক ছিলেন আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর শিক্ষক, ছাত্র ও আদ-দাওয়াহ ইলাল্লহ-এর দাঈগণ— আব্দুর রাযাযাক বিন ইউসুফ, মুহাম্মাদ ইউসুফ মাদাদী, আব্দুল আহাদ স্যার, হাসান আল-বান্নাহ মাদানী, আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক, আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক, হাফেয শহীদুল ইসলাম, মুসলেহউদ্দিন বিন সিরাজুল ইসলাম, মুহাম্মাদ আল-ফিরোজ, আব্দুল্লাহ আল-মাহমূদ প্রমুখ বিষয়ভিত্তিক প্রশিক্ষণ প্রদান করেন। ব্যাচ নং ৩-এ দেশের বিভিন্ন স্থান হতে ৩১ জন দ্বীনি ভাই অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে মূল্যায়ন পরীক্ষা গ্রহণ করা হয়। এতে মেধা তালিকায় স্থান পায়— প্রথম- মো. জাহিদুল ইসলাম (শেরপুর), দ্বিতীয়- ইমরান আলী (চাঁপাইনবাবগঞ্জ) ও তৃতীয়- আব্দুল খায়ের তুষার (কিশোরগঞ্জ)। এই তিন জনের প্রত্যেককে সিলসিলা ছহীহা-১; মিন্নাতুল বারী-২ ও ফিক্বহুস সালাফ প্রধান অতিথি আব্দুল্লাহ বিন আব্দুর রাযযাক নিজ হাতে হাদিয়া তুলে দেন।

বৃক্ষরোপণ কর্মসূচি : উক্ত কোর্সের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের নিজস্ব অর্থায়নে আল-জামি‘আহ আস-সালাফিয়্যাহ-এর মাঠ প্রাঙ্গণে ৪৫টি বিভিন্ন ধরনের ফলদ ও বনজ বৃক্ষরোপণ করেন। এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন আব্দুর রাযযাক বিন ইউসুফ ও আব্দুর রহমান বিন আব্দুর রাযযাক।

মাঠ পর্যায়ে দাওয়াতী কাজের প্রশিক্ষণ : ১১ জুলাই হতে ১৩ জুলাই, ২৪ ইং পর্যন্ত প্রশিক্ষণার্থীদের নিয়ে রাজশাহী জেলার দুর্গাপুর, পুঠিয়া ও গোদাগাড়ী এই তিনটি উপজেলায় তিন দলে বিভক্ত হয়ে মসজিদে দাওয়াতী কার্যক্রম পরিচালিত হয়। এতে তারা মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা লাভ করে। এই গণ-দাওয়াতী সফর তাদের জীবনের শ্রেষ্ঠ সময় বলে তারা উল্লেখ করেন এবং এ কাজে নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন। জেনারেল শিক্ষিত ভাইদের নিয়ে এই দাওয়াতী সফর দ্বীনের পথে দাওয়াতী কার্যক্রমকে আরও বেগবান করবে বলে আমরা আশা করি ইনশা-আল্লাহ।

বি.দ্র. পরবর্তী চতুর্থ ব্যাচটি ২৪শে আগস্ট - ১২ই সেপ্টেম্বর, ২০২৪ ইং অনুষ্ঠেয়। উক্ত কোর্সে ভর্তিচ্ছু দ্বীনি ভাইগণ নিম্নোক্ত নাম্বারে যোগাযোগ করতে পারেন। ০১৪০৭-০২১৮১৪; ০১৪০৭-০২১৮১৫; (WhatsApp) ০১৪০৭-০২১৮৪৮।

Magazine