কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

সিরাজগঞ্জে বাড়ছে এইডস রোগী, ২৬ জনের মৃত্যু

post title will place here

সিরাজগঞ্জে উদ্বেগজনক হারে বাড়ছে এইডস আক্রান্তের সংখ্যা। সিরাজগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের এইচআইভি সেন্টার সূত্রে জানা যায়, ২০২০ সালের ২০ ফেব্রুয়ারি থেকে এ জেলায় এইচআইভি পরীক্ষা শুরু হয়। এ পর্যন্ত ২৫৫ জনের শরীরে এইচআইভি ভাইরাস শনাক্ত হয়েছে, যার মধ্যে ৭৩ শতাংশই মাদকসেবী।

তথ্য অনুযায়ী, ২০২০ সালে চারজন, ২০২১ সালে আটজন এবং ২০২২ সালে আক্রান্তের সংখ্যা দাঁড়ায় ৮১ জনে। ২০২৩ ও ২০২৪ সালে তুলনামূলক স্থিতিশীল থাকলেও ২০২৫ সালে তা কয়েকগুণ বেড়েছে। আক্রান্তদের মধ্যে ১৮৭ জন মাদকসেবী, ৩৫ জন সাধারণ মানুষ, ২৯ জন স্কুল-কলেজ পড়ুয়া এবং চারজন যৌনকর্মী। এখন পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ২৬ জনের মৃত্যু হয়েছে।

এইচআইভি টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারের কাউন্সেলর মাসুদ রানা জানান, ভারত থেকে অবৈধভাবে আসা ইনজেকশনজাত মাদক শেয়ারিংয়ের মাধ্যমে রোগটি দ্রুত ছড়াচ্ছে। আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আকিকুন নাহার বলেন, নিম্নআয়ের মানুষদের মধ্যে ইনজেকটিভ ড্রাগ ব্যবহারের প্রবণতা বেশি। একই সিরিঞ্জ ব্যবহারের ফলে রক্তের মাধ্যমে ভাইরাস ছড়িয়ে পড়ছে। গত দুই বছরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ১৯০০ অ্যাম্পুল ইনজেকশন ড্রাগ জব্দ করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।


Magazine