আফগানিস্তান এবার পাকিস্তানের নদীর জলের প্রবাহ নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিতে যাচ্ছে। তালেবান সরকার কুনার নদীর ওপর একটি বিশাল বাঁধ নির্মাণের পরিকল্পনা করেছে। সর্বোচ্চ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা জল ও শক্তি মন্ত্রণালয়কে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।
৪৮০ কি.মি. দীর্ঘ কুনার নদীর উৎস হিন্দুকুশ পর্বতে, যা কাবুল নদীর সঙ্গে মিলিত হয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পরে সিন্ধু নদীতে মিশে যায়। পাকিস্তানের কৃষি, বিদ্যুৎ উৎপাদন ও দৈনন্দিন জীবনে এই নদীর পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে আফগানিস্তানের এই বাঁধ প্রকল্প পাকিস্তানের কৃষি ও বিদ্যুৎ খাতে সরাসরি প্রভাব ফেলতে পারে।
বিশেষজ্ঞদের মতে, জলসংকট মোকাবিলার পাশাপাশি এই পদক্ষেপ আফগানিস্তানের জন্য কৌশলগত ও রাজনৈতিক প্রভাব বিস্তারের একটি হাতিয়ার হতে পারে। সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের পর দুই দেশের সম্পর্ক এমনিতেই উত্তপ্ত। অনেকে মনে করছেন, ভারতের সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিতের পর আফগানিস্তানও একই কৌশল অনুসরণ করছে।
এই বাঁধ নির্মাণ প্রকল্প আফগানিস্তানের খাদ্য নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি জলব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখলেও, পাকিস্তান ও আন্তর্জাতিক মহল একে দক্ষিণ এশিয়ার নতুন কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখছে।
