কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

গাযায় ৯৫% কৃষি জমি চাষের অনুপযোগী: জাতিসংঘ

গাযা উপত্যকার মাত্র ৪.৬ শতাংশ কৃষিজমি বর্তমানে চাষের উপযোগী রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (Fছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামO)। জাতিসংঘ স্যাটেলাইট সেন্টারের সর্বশেষ ভূ-স্থানিক জরিপ অনুযায়ী, চলমান ইসরাঈলি হামলায় গাযার ৮০% কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ৭৭.৮% জমিতে কৃষকের প্রবেশ সম্ভব নয়। গ্রিনহাউসের ৭১.২% এবং কৃষিকাজে ব্যবহৃত কূপের ৮২.৮% ধ্বংস হয়েছে। Fছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামO-এর উপ-মহাপরিচালক বেথ বেচডল বলেন, ‘যেখানে একসময় হাজারো মানুষের জীবিকা ও খাদ্য নিরাপত্তা ছিল, তা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’।

এই প্রতিবেদন এমন সময় প্রকাশিত হলো, যখন সম্প্রতি I রাহিমাহুল্লাহ রাযিয়াল্লাহু আনহু বিশ্লেষণে গাযার সম্পূর্ণ জনসংখ্যা চরম দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করা হয়।


Magazine