নারায়ণগঞ্জ, ২৩ আগস্ট ২০২২ : অদ্য বাদ যোহর হতে এশা পর্যন্ত ‘আল-জামিআহ আস-সালাফিয়্যাহ’ রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ‘নিবরাস ইসলামিক রিসার্স ফাউন্ডেশন’-এর সহযোগী প্রতিষ্ঠান ‘আল-ইতিছাম গবেষণা বিভাগ’-এর দ্বিতীয় ইউনিটের কার্যক্রমের সূচনা ও নবীন গবেষকদের জন্য হাতে-কলমে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার শুরুতে নিবরাস ইসলামিক রিসার্স ফাউন্ডেশন-এর চেয়ারম্যান শায়খ আব্দুর রাযযাক বিন ইউসুফ তরুণ গবেষকদের দিক-নির্দেশনামূলক আলোচনা পেশ করেন। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন আব্দুল আলীম ইবনে কাউছার মাদানী, আব্দুর বারী বিন সোলায়মান, আখতারুজ্জামান বিন মতিউর রহমান, আব্দুল মুক্বীত ও ‘আল-ইতিছাম’-এর ব্যবস্থাপনা সম্পাদক, আব্দুল্লাহ আল-মাহমূদ। তারা গবেষণা কাজে ব্যবহৃত এমএস ওয়ার্ড, ইন্টারনেট ব্রাউজিং, আল-মাকতাবাহ আশ-শামেলাহ-এর ব্যবহার সম্পর্কে প্রয়োজনীয় ধারণা দেন। কুরআন-হাদীছ ও অন্যান্য গ্রন্থের রেফারেন্স প্রদান, সুন্দর অনুবাদ করার নিয়মাবলি, প্রুফ-রিডিং এবং গ্রন্থ সম্পাদনার পদ্ধতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণার্থী হিসেবে ছিলেন সাঈদুর রহমান, আতাউর রহমান, শামীম রেজা, নাছরুল্লাহ, রাশেদুল ইসলাম, আব্দুর রহমান, মোশাররফ হোসেন মাদানী প্রমুখ। অবশেষে বৈঠক শেষের দু‘আ পাঠের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।