উত্তর: এমতাবস্থায় পিতামাতার আনুগত্য করা যাবে না। বরং ছালাত আদায় করতে হবে এবং দাড়ি ছেড়ে রাখতে হবে। তবে তাদের সাথে কোনো খারাপ আচরণ করা যাবে না, বরং সদ্বব্যবহারের সাথে তাদেরকে বুঝানোর চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমার পিতামাতা যদি তোমাকে পীড়াপীড়ি করে আমার সাথে শিরক করতে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করবে না, তবে পৃথিবীতে তাদের সাথে বসবাস করবে সদ্ভাবে’ (লুক্বমান, ৩১/১৫)। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,لَا طَاعَةَ لِمَخْلُوقٍ فِى مَعْصِيَةِ الْخَالِقِ অর্থাৎ ‘স্রষ্টার অবাধ্যতায় সৃষ্টির আনুগত্য নেই’ (মুসনাদে আহমাদ, হা/২০৬৫৩)।
প্রশ্নকারী : সোহরাফ
রেডিও কলোনি, ঢাকা।
