কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

তাওহীদবাদী মুত্তাক্বী ব্যক্তিদেরকে পরীক্ষার মাধ্যমে মনোনীত ও প্রতিষ্ঠিত করা

post title will place here

[২৮ রবীউল আউয়াল, ১৪৪৫ হি. মোতাবেক ১৩ অক্টোবর, ২০২৩ মদীনা মুনাওয়ারার আল-মাসজিদুল হারামে (মসজিদে নববী) জুমআর খুৎবা প্রদান করেন শায়খ ড. আহমাদ ইবনু হুমাইদ হাফিযাহুল্লাহউক্ত খুৎবা বাংলা ভাষায় অনুবাদ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়-এর আরবী বিভাগের সম্মানিত পিএইচডি গবেষক আব্দুল্লাহ বিন খোরশেদ। খুৎবাটি ‘মাসিক আল-ইতিছাম’-এর সুধী পাঠকদের উদ্দেশ্যে প্রকাশ করা হলো।]

প্রথমখুৎবা

সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্যই। ‍যিনি মহাপরাক্রমশালী ও মহান দাতা। যিনি মহাশক্তিধর ও মহান বিজয়ী। যিনি ঈমানদারদের সাহায্যকারী ও শত্রুদের পরাস্তকারী। আল্লাহ তাআলা বলেন, ‘তিনি পাপ ক্ষমাকারী, তওবা কবুলকারী, কঠোর আযাবদাতা, অনুগ্রহ বর্ষণকারী। তিনি ছাড়া কোনো (সত্য) ইলাহ নেই। তাঁর দিকেই প্রত্যাবর্তন’ (আল-মুমিন, ৪০/৩)। আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি একক, তাঁর কোনো শরীক নেই। বিচারের একচ্ছত্র অধিকারী তিনিই এবং তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তাঁর রাসূল। হে আল্লাহ! দরূদ ও সালাম অবতীর্ণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর উপর।

হে ঈমানদারগণ! আল্লাহ তাআলা বলেছেন, ‘আর এভাবেই আমি প্রত্যেক নবীর শত্রু করেছি মানুষ ও জিনের মধ্য থেকে শয়তানদেরকে, তারা প্রতারণার উদ্দেশ্যে একে অপরকে চাকচিক্যপূর্ণ কথার কুমন্ত্রণা দেয় এবং তোমার রব যদি চাইতেন, তবে তারা তা করত না। সুতরাং তুমি তাদেরকে ও তারা যে মিথ্যা রটায়, তা ত্যাগ করো। আর তার দিকে (অর্থাৎ চিত্তাকর্ষক প্রতারণার দিকে) সে সব লোকের অন্তর আকৃষ্ট হতে দাও যারা আখেরাতের প্রতি ঈমান আনে না আর তাতেই তাদেরকে সন্তুষ্ট থাকতে দাও, আর যে পাপকাজ তারা করতে চায় তা তাদেরকে করতে দাও’ (আল-আনআম, ৬/১১২-১১৩)

নবীদের অনুসারী ও তাদের শত্রুদের মাঝেও অনুরূপ অবস্থা। আল্লাহ তাআলা যখন কোনো সংবাদ প্রদান করেন তখন অবশ্যই তা মহাসত্য, তিনি যখন কোনো রায় দেন তখন অবশ্যই তা ন্যায়সংগত। তার কথার কোনো পরিবর্তন ও নড়চড় হয় না। সমস্ত কিছু তাঁর পক্ষ থেকে, তাঁরই দ্বারা হয় এবং তাঁরই নিকটে প্রত্যাবর্তন করবে। তিনি বলেন, ‘জেনে রেখো! সৃষ্টি তাঁর, হুকুমও (চলবে) তাঁর, বরকতময় আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক’ (আল-আ‘রাফ, ৭/৫৪)

উম্মাতে মুহাম্মাদীর গুণাবলি, এর উন্নত বৈশিষ্ট্যাবলি এবং এর বিরোধীদের হীনতার বর্ণনা সম্পর্কিত আপনাদের রবের বাণী সত্যে পরিপূর্ণ। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরাই সর্বোত্তম উম্মত, মানবজাতির (সর্বাত্মক কল্যাণের) জন্য তোমাদের আবির্ভাব করা হয়েছে, তোমরা সৎকাজের আদেশ দাও এবং অসৎকাজ হতে নিষেধ করো ও আল্লাহর প্রতি ঈমান রক্ষা করে চলো। যদি আহলে কিতাব ঈমান আনত, তাহলে নিশ্চয়ই তাদের জন্য ভালো হতো, তাদের মধ্যে কেউ কেউ মুমিন এবং তাদের অধিকাংশই ফাসেক্ব। সামান্য কষ্ট দেয়া ব্যতীত তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়, তবে তোমাদেরকে পৃষ্ঠপ্রদর্শন করবে, অতঃপর তারা সাহায্যপ্রাপ্ত হবে না। আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানেই তারা অবস্থান করেছে, সেখানেই তারা হয়েছে লাঞ্ছিত, তারা আল্লাহর গযবে পরিবেষ্টিত এবং তাদের উপর পতিত হয়েছে দারিদ্র্যের কশাঘাত। এটা এজন্য যে, তারা আল্লাহর নিদর্শনসমূহ প্রত্যাখ্যান করত এবং নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। এটা এজন্য যে, তারা অবাধ্যতা এবং সীমালঙ্ঘন করত’ (আলে ইমরান, ৩/১১০-১১২)

আল্লাহ তাআলা আরো বলেন, ‘যদি তোমাদের কল্যাণ হয়, তা তাদেরকে দুঃখ দেয় আর যদি তোমাদের অকল্যাণ হয়, তাতে তারা আনন্দিত হয়, যদি তোমরা ধৈর্যশীল হও এবং তাক্বওয়া অবলম্বন করো তবে তাদের চক্রান্ত তোমাদের কিছুই ক্ষতি করতে পারবে না, নিশ্চয় তারা যা কিছু করছে, আল্লাহ তা পরিবেষ্টন করে আছেন’ (আলে ইমরান, ৩/১২০)

সর্বশক্তিমান আল্লাহ আপনাদেরকে স্পষ্ট করে দিয়েছেন যে, সংখ্যার নগণ্যতা আল্লাহর সাহায্য প্রাপ্তিকে হ্রাস করে না। এ মর্মে তিনি বলেন, ‘আর অবশ্যই আল্লাহ তোমাদেরকে বদরে সাহায্য করেছেন অথচ তোমরা ছিলে হীনবল। অতএব তোমরা আল্লাহকে ভয় করো, আশা করা যায়, তোমরা শোকরগুজার হবে। স্মরণ করো! যখন তুমি মুমিনদেরকে বলছিলে, তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে, তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাযিলকৃত ফেরেশতা দ্বারা সাহায্য করবেন? হ্যাঁ, যদি তোমরা ধৈর্য ধরো এবং তাক্বওয়া অবলম্বন করো আর তারা হঠাৎ তোমাদের মুখোমুখি এসে যায়, তবে তোমাদের রব পাঁচ হাজার চি‎হ্নিত ফেরেশতা দ্বারা তোমাদেরকে সাহায্য করবেন। আর আল্লাহ তোমাদের জন্য তা কেবল সুসংবাদস্বরূপ নির্ধারণ করেছেন এবং যাতে তোমাদের অন্তরসমূহ এর দ্বারা প্রশান্ত হয়। আর সাহায্য কেবল পরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে আসে। যাতে তিনি কাফেরদের একটি অংশকে নিশ্চি‎হ্ন করেন অথবা তাদেরকে লাঞ্ছিত করেন। ফলে তারা নিরাশ হয়ে ফিরে যাবে’ (আলে ইমরান, ৩/১২৩-১২৭)

অতঃপর আল্লাহ তাআলা এই মর্মে উল্লেখ করলেন যে, বিজয় সেই দেহে আসে না যা হারাম রূযী দ্বারা বেড়ে ওঠে ও পালনকর্তার অবাধ্য হয়। আর অনুগতদের উপরই কেবল আল্লাহর রহমত বর্ষিত হয়। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা সূদ খেয়ো না ক্রমবর্ধিতভাবে, আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো। ভয় করো সেই আগুনকে, যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্য করো, যাতে তোমরা কৃপাপ্রাপ্ত হতে পার’ (আলে ইমরান, ৩/১৩০-১৩২)

মূলত আল্লাহর সাহায্য লাভের জন্য ভালো প্রস্তুতি প্রয়োজন। পরাক্রমশালী দাতার সাহায্যে প্রতিষ্ঠিত আত্মাদের প্রস্তুতির বিষয়ে আপনাদের পালনকর্তার বাণী ন্যায়বিচারে পরিপূর্ণ। তিনি ইহকাল ও আখেরাতে সফলতা ও বিজয় লাভের উপায় অবস্থাগত, মৌখিক ও কার্যকরভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, ‘তোমরা দ্রুত অগ্রসর হও তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে ও সেই জান্নাতের দিকে যার বিস্তৃতি হচ্ছে আসমানসমূহ ও যমীনের সমান, যা মুত্তাক্বীদের জন্য তৈরি করা হয়েছে। যারা সচ্ছল ও অসচ্ছল অবস্থায় (আল্লাহর পথে) ব্যয় করে এবং যারা ক্রোধ সংবরণকারী এবং মানুষের প্রতি ক্ষমাশীল, আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন’ (আলে ইমরান, ৩/১৩৩-১৩৪)

আর বিভিন্ন উপকরণ দ্বারা সজ্জিত শরীরের প্রস্তুতির ব্যাপারে আল্লাহর রায় হলো, ‘আর তাদেরকে মোকাবেলা করার জন্য যথাসাধ্য শক্তি ও অশ্ববাহিনী সদাপ্রস্তুত রাখবে, যার দ্বারা তোমরা ভয় দেখাতে থাকবে আল্লাহর শত্রু আর তোমাদের শত্রুকে। আর তাদের ছাড়া অন্যান্যদেরকেও যাদেরকে তোমরা জানো না কিন্তু আল্লাহ তাদেরকে জানেন। তোমরা আল্লাহর পথে যা খরচ করো তার পুরোপুরি প্রতিদান তোমাদেরকে দেওয়া হবে আর তোমাদের সাথে কখনো যুলম করা হবে না’ (আল-আনফাল, ৮/৬০)

এভাবে আপনার পালনকর্তার বাণী সত্য হিসাবে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ‘যদি তোমাদেরকে আঘাত স্পর্শ করে, অনুরূপ আঘাত তো অপর পক্ষকেও স্পর্শ করেছিল। (জয়-পরাজয়ের) এ দিনগুলোকে আমি মানুষের মধ্যে আবর্তিত করে থাকি যাতে আল্লাহ মুমিনদেরকে চিনে নিতে পারেন এবং তোমাদের মধ্যে কাউকে কাউকে শহীদ হিসেবে গ্রহণ করতে পারেন, বস্তুত আল্লাহ যালেমদেরকে ভালোবাসেন না। আর (এ জন্যও) যেন আল্লাহ মুমিনদেরকে সংশোধন করেন ও কাফেরদের নিশ্চিহ্ন করেন’ (আলে ইমরান, ৩/১৪০-১৪১)

অতঃপর সর্বশক্তিমান আল্লাহ ন্যায়সংগতভাবে রায় দিয়েছেন এবং এ মর্মে সত্য সংবাদ জানিয়েছেন যে, কাফেরদের আনুগত্যের মধ্যে রয়েছে ক্ষতি আর বিজয় আসে পরাক্রমশালী সর্বশক্তিমান আল্লাহর সাথে সুসম্পর্ক থেকে এবং ব্যর্থতা আসে সংঘাত, অবাধ্যতা ও পার্থিব মোহ থেকে। আল্লাহ তাআলা বলেন, ‘হে বিশ্বাসীগণ! যদি তোমরা কাফেরদের আনুগত্য করো তাহলে তারা তোমাদেরকে পশ্চাৎ দিকে ফিরিয়ে নিয়ে যাবে, তখন তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। বরং আল্লাহই তোমাদের অভিভাবক এবং তিনিই সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী। অতি সত্বরই আমি কাফেরদের অন্তরে ভয় সঞ্চার করব, কারণ তারা আল্লাহর শরীক গ্রহণ করেছে যার স্বপক্ষে তিনি কোনো সনদ অবতীর্ণ করেননি, তাদের নিবাস হবে জাহান্নাম এবং যালেমদের নিবাস কতই না জঘন্য!’ (আলে ইমরান, ৩/১৪৯-১৫১)

আল্লাহ তাআলা ঈমানদারদের তাদের ভাইদেরকে হতাশা ও নিরাশার মধ্যে পতিত করা থেকে নিষেধ করেছেন এবং তাদের একে অপরের সাথে নম্র আচরণ করতে, ক্ষমা প্রার্থনা করতে, পরামর্শ করতে, আল্লাহর উপর ভরসা রাখতে এবং তাঁর কাছে সাহায্য চাইতে আদেশ করেছেন। একইসাথে লাঞ্ছনার কারণ যেমন— বিশ্বাসঘাতকতা ও রাসূলের অবাধ্যতা পরিহার করতেও নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! তোমরা তাদের মতো হয়ো না, যারা কুফরী করে এবং তাদের ভাই-বন্ধুগণ যখন বিদেশে সফর করে কিংবা কোথাও যুদ্ধে লিপ্ত হয় তখন তাদের সম্বন্ধে বলে, তারা আমাদের কাছে থাকলে মরত না, নিহতও হতো না। ফলে আল্লাহ এটিকে তাদের মনের অনুতাপে পরিণত করে দেন, বস্তুত আল্লাহই জীবিত করেন ও মৃত্যুদান করেন আর তোমরা যা কিছু করো, আল্লাহ তার সম্যক দ্রষ্টা। যদি তোমরা আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো, তবে আল্লাহর দয়া ও ক্ষমা অতি উত্তম তারা যা সঞ্চয় করে তার চেয়ে’ (আলে ইমরান, ৩/১৫৬-১৫৭)

আর যে ব্যক্তি এটা মনে করে যে, উভয় দলের নিহতরা একই, সে যেন মহান আল্লাহর এ বাণী পাঠ করে, ‘যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসরণ করে, সে কি আল্লাহর আক্রোশে পতিত লোকের ন্যায় হতে পারে? তার নিবাস হলো জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তনস্থল! আল্লাহর নিকট তাদের বিভিন্ন মর্যাদা রয়েছে। বস্তুত, তারা যা কিছুই করছে, আল্লাহ তার সম্যক দ্রষ্টা’ (আলে ইমরান, ৩/১৬২-১৬৩)

আপনার পালনকর্তার বাণী সত্য ও ন্যায়পরায়ণতার সাথে পূর্ণতা লাভ করেছে; রাসূলদের সর্দারের প্রতি ঈমান আনয়নকারীদের উপর তাঁর অনুগ্রহের মাধ্যমে এবং তার দ্বারা তাদেরকে সুস্পষ্ট ভ্রান্তি থেকে রক্ষা করার মাধ্যমে। আর তাঁর আদেশ অমান্য করা ও তাঁর নির্দেশনা এড়িয়ে চলার কারণে আমাদের নিজেদের উপর বিপদ অবধারিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করেছেন, যখন তিনি তাদের মধ্য থেকে তাদের প্রতি একজন রাসূল পাঠিয়েছেন, যে তাদের কাছে তাঁর আয়াতসমূহ তেলাওয়াত করে এবং তাদেরকে পরিশুদ্ধ করে আর তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেয়। যদিও তারা ইতোপূর্বে স্পষ্ট ভ্রান্তিতে ছিল। আর যখন তোমাদের উপর বিপদ আসল, (অথচ) তোমরা তো এর দ্বিগুণ বিপদে আক্রান্ত হলে (বদর যুদ্ধে)। তোমরা বলেছিলে এটা কোত্থেকে? বলো, তা তোমাদের নিজেদের থেকে। নিশ্চয় আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান’ (আলে ইমরান, ৩/১৬৪-১৬৫)

بارَك اللهُ لي ولكم في القرآن العظيم، ونفعني وإيَّاكم بما فيه...

দ্বিতীয়খুৎবা

সমস্ত প্রশংসা বিশ্বপ্রতিপালক আল্লাহর জন্য। আর অগণিত দরূদ ও সালাম অবতীর্ণ হোক তাঁর রাসূলের উপর, তাঁর পরিবারবর্গ, ছাহাবী ও তাঁর সমস্ত অনুরাগীদের উপর।

অতঃপর, হে আল্লাহর বান্দাগণ! আল্লাহকে ভয় করে চলুন এবং তাঁর সুদৃঢ় রজ্জুকে শক্তভাবে আঁকড়ে ধরুন। জেনে রাখুন! নিশ্চয় বালা-মুছীবতের মাধ্যমেই আল্লাহ তাআলা স্বীয় বান্দাদের মনোনীত করেন, যাচাই-বাছাই করেন ও তাদের শ্রেষ্ঠত্ব দান করেন। আল্লাহ তাআলা বলেন, ‘আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিযিক্ব দেওয়া হয়’ (আলে ইমরান, ৩/১৬৯)

আল্লাহ তাআলা আমাদেরকে একটি মহাসত্য সংবাদ দিয়ে বলেছেন, ‘অবশ্যই তোমাদেরকে তোমাদের ধনসম্পদ ও তোমাদের নিজ জীবন সম্পর্কে পরীক্ষা করা হবে। আর অবশ্যই তোমরা শুনবে তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে এবং মুশরিকদের পক্ষ থেকে অনেক কষ্টদায়ক কথা। আর যদি তোমরা ধৈর্য ধরো এবং তাক্বওয়া অবলম্বন করো তবে নিশ্চয় তা হবে দৃঢ় সংকল্পের কাজ’ (আলে ইমরান, ৩/১৮৬)

এছাড়া আল্লাহ তাআলা ন্যায়সংগতভাবে রায় দিয়েছেন যে, সফলতা একমাত্র তার শর্তের মাঝেই বিদ্যমান। আল্লাহ তাআলা বলেন, ‘হে মুমিনগণ! ধৈর্য অবলম্বন করো, দৃঢ়তা প্রদর্শন করো, নিজেদের প্রতিরক্ষাকল্পে পারস্পরিক বন্ধন মজবুত করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা সফলকাম হতে পারো’ (আলে ইমরান, ৩/২০০)

আর আপনার রবের বাণী এমন সত্যের সাথে পরিপূর্ণ হয়েছে যা দৃঢ়বিশ্বাসের জন্ম দেয় এবং এমন ন্যায়পরায়ণতার সাথে পরিপূর্ণ হয়েছে যা বিচারদিবস পর্যন্ত সত্যের উপর অবিচল থাকার নির্দেশ দেয়। আল্লাহ তাআলা বলেন, ‘পবিত্র ও মহীয়ান তিনি যিনি তাঁর বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মাসজিদুল হারাম থেকে মাসজিদুল আক্বছা পর্যন্ত, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি। তাকে আমার নিদর্শনাবলি দেখানোর জন্য; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা’ (বনী ইসরাঈল, ১৭/১)

হে আল্লাহ! আপনি ইসলাম ও মুসলিমদেরকে সম্মানিত করুন, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন এবং সর্বত্র আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ! আহলে কিতাব ইয়াহূদী ও খ্রিষ্টান কাফেরদেরকে পাকড়াও করুন; যারা আপনার প্রিয় বান্দাদের বিরুদ্ধে যুদ্ধ করে, আপনার পথে বাধা সৃষ্টি করে ও আপনার নবী-রাসূলদেরকে মিথ্যা প্রতিপন্ন করে। তাদের উপর আপনার আযাব বর্ষণ করুন, হে সর্বশক্তিমান ও সত্য ইলাহ!

Magazine