কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪৭): অনেকে এসে বলেন যে, অমুক আপনাকে সালাম জানিয়েছেন, তখন কীভাবে এই সালামের উত্তর দিব?

উত্তর: এমন ক্ষেত্রে সালাম বাহক ও যিনি সালাম পাঠিয়েছেন উভয়কেই সালামের জবাব দেওয়া হবে এভাবে, عَلَيْكَ‌وَعَلَيْهِ ‌السَّلَامُ ‘আপনার ওপর এবং তার ওপর শান্তি বর্ষিত হোক’ (মুসনাদে আহমাদ, হা/২৪৮৫৭)।


Magazine