কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (৪১) : পানি পানের জন্য নির্দিষ্ট কোন নিয়ম আছে কি? যদি সে নিয়ম অমান্য করা হয় তাহলে কি কোন পাপ হবে?

উত্তর : পানি বা পানীয় জাতীয় কিছু পান করার সময় নিমেণাক্ত নিয়মগুলো পালনীয় ও লক্ষণীয়। তা হল- (১) ডান হাতে গস্নাস ধরা ও ‘বিসমিল্লাহ’ বলে পান করা। ওমর ইবনু আবু সালামা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার হাত খাওয়ার পাত্রের চতুর্দিকে যাচ্ছিল। তখন রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ‘বিসমিল্লাহ বল, ডান হাতে খাও এবং নিজের সম্মুখ হতে খাও’ (ছহীহ বুখারী, হা/৫৩৭৬; ছহীহ মুসলিম, হা/২০২২; মিশকাত, হা/৪১৫৯)। (২) তিন নিঃশ্বাসে পানি পান করা ও পাত্রে নিঃশ্বাস না ফেলা। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করার সময় তিনবার শ্বাস নিতেন (ছহীহ বুখারী, হা/৫৬৩১; ছহীহ মুসলিম, হা/২০২৮; মিশকাত, হা/৪২৬৩)। আব্দুল্লাহ ইবনু আববাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলতে কিংবা তাতে ফুঁ দিতে নিষেধ করেছেন (আবুদাঊদ, হা/৩৭২৮; ইবনু মাজাহ, হা/৩২৮৮; মিশকাত, হা/৪২৭৭)। উল্লেখ্য যে, তিন নিঃশ^াসে পানি পান করলে কয়েকটি উপকার সাধিত হয়। যেমন, এতে বেশী তৃপ্তি আসে বা পিপাসা নিবারণ হয়, পিপাসার কষ্ট থেকে অথবা কোন ব্যাধি সৃষ্টির হাত থেকে বেশী পরিমাণে বাঁচা যায় এবং হজম, পরিপাক ও দেহের উপকার বেশী হয় (ছহীহ মুসলিম, হা/২০২৮)। (৩) বসে পান করা। আনাস রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে দাঁড়িয়ে পান করতে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/২০২৪; মিশকাত, হা/৪২৬৬)। (৪) পানি পান শেষে ‘আলহামদুলিল্লাহ’ বলা। আনাস রাযিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘আল্লাহ তা‘আলা অবশ্যই ঐ বান্দার প্রতি সন্তুষ্ট হন, যে খাওয়ার শেষে ও পানি পান শেষে তার প্রশংসা করে তথা ‘আলহামদুলিল্লাহ’ বলে’ (ছহীহ মুসলিম, হা/২৭৩৪; মিশকাত, হা/৪২০০)।

প্রশ্নকারী : মিলন হোসেন

রহিমানপুর, ঠাকুরগাঁও।


Magazine