উত্তর: তাবীয ঝুলানো শিরক। তবে হঠাৎ করে বাচ্চা কান্না করলে নিম্নের কাজগুলো করা যায়- ১. কিছুক্ষণ সময় নিয়ে লাগাতার সূরা নাস ও ফালাক্ব পড়ে শরীরে ফুঁ দেওয়া (ছহীহ বুখারী, হা/৫০১৬; ছহীহ মুসলিম, হা/২১৯২)। ২. সূরা ফাতেহা পড়ে ঝাড়ফুঁক করা (ছহীহ মুসলিম, হা/২২০১)। ২. নিম্নোক্ত দু‘আ পাঠ করা যায়, أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ كُلِّ شَيْطَانٍ وَهَامَّةٍ وَمِنْ كُلِّ عَيْنٍ لَامَّةٍ অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ কালিমার দ্বারা প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট হতে পানাহ চাচ্ছি’ (ছহীহ বুখারী, হা/৩৩৭১)। এছাড়া সকাল-সন্ধ্যায় সূরা নাস ও ফালাক্ব পড়ে শরীরে ফুঁক দিতে হবে। আর বিশ্বাস রাখতে হবে যে, মহান আল্লাহ-ই একমাত্র আরোগ্যদাতা আর তিনি সর্বশক্তিমান।
প্রশ্নকারী : মো. মাসূদ
