কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (২৩): দাবা বা লুডু খেলার সরঞ্জাম বিক্রি করা কি জায়েয?

উত্তর: দাবা ও লুডু খেলা হারাম (ছহীহ মুসলিম, হা/২২৬০; আল-মুগনী, ১০/১৫১)। সুতরাং এসব খেলার সরঞ্জাম বিক্রি করা হারাম কাজে সহযোগিতা করার শামিল। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা গুনাহ এবং (আল্লাহর) অবাধ্যতার কাজে সহযোগিতা করো না’ (আল-মায়েদা, ৫/২)। সুলায়মান ইবনু বুরায়দা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি লুডু খেলল, সে যেন তার হাতকে শূকরের রক্ত ও মাংসে রঙিন করল’ (ছহীহ মুসলিম, হা/৬০৩৩)। অন্য বর্ণনায় আছে, তার হাতকে শূকরের রক্তে-মাংসে মাখিয়ে নিল’ (বায়হাক্বী, হা/২১৪৭৭)। ইবনু কুদামা রাহিমাহুল্লাহ বলেছেন, শতরঞ্জ বা দাবা খেলা নিষিদ্ধ হওয়ার দিক থেকে লুডু খেলার মতোই (আল-মুগনী, ১৪/১৫৫)। আলী ইবনু আবূ তালেব রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি একদিন কিছু লোকের পাশ দিয়ে যাওয়ার সময় দেখলেন, তারা শতরঞ্জ বা দাবা খেলছে। তখন তিনি বললেন, তোমরা কি এসব মূর্তির সামনে বসে আছ? (ইরওয়াউল গালীল, ১/৫৩২)।

প্রশ্নকারী : হারিস খান

গাজীপুর।


Magazine