উত্তর: ইসলামী শরীআতে ‘উকিল বাবা’ বলে কোনো পরিভাষা নেই। বিবাহ বিশুদ্ধ হওয়ার জন্য ওলী তথা অভিভাবক আবশ্যক। অভিভাবক হবেন পিতা বা পিতার অবর্তমানে দাদা, চাচা, ভাই, মামা ইত্যাদি। পিতার উপস্থিতিতে তিনি যদি কাউকে অভিভাবকের দায়িত্ব দেন এবং সে অনুযায়ী বিবাহ হয়, তাহলে বিবাহ হয়ে যাবে। তবে অভিভাবক হিসেবে পিতার দায়িত্ব পালন করা উচিত। উম্মুল মুমিনীন আয়েশা ও আবূ মূসা আশআরী রাযিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,لا نكاح إلا بولي ‘অভিভাবক ব্যতীত বিবাহ নেই’ (আবূ দাঊদ, হা/২০৮৫; তিরমিযী, হা/১১০১)।
প্রশ্নকারী : ফাতেমা তুজ জহুরা
নওগাঁ।
