কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

প্রশ্ন (১৬) : শ্বশুর যদি স্বেচ্ছায় জামাইকে টাকা-পয়সা বা গাড়ী-বাড়ী করে দেয় তাহলে কি সেটা যৌতুক হবে?

উত্তর : বিবাহ অনুষ্ঠানের সময় বর পক্ষ থেকে মেয়ে পক্ষের প্রতি চাপ দিয়ে যে টাকা-পয়সা বা অর্থ-সম্পদ নেওয়া হয় তাকে যৌতুক বলে। আর এই যৌতুক নেওয়া হারাম। কেননা মহান আল্লাহ তা‘আলা বরকে মোহর প্রদান করে বিবাহ করার আদেশ দিয়েছেন (সূরা নিসা, ২৫)। আব্দুল্লাহ ইবনু মাসঊদ রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘হে যুবসমাজ! তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে, সে যেন বিয়ে করে। কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন ছিয়াম পালন করে। কেননা ছিয়াম হচ্ছে যৌবনকে দমন করার মাধ্যম (ছহীহ বুখারী, হা/১৯০৫, ৫০৬৫, ৫০৬৬; ছহীহ মুসলিম, হা/১৪০০; মিশকাত, হা/৩০৮০)। তবে মেয়ে-জামাইয়ের স্বাভাবিক জীবন যাত্রায় সুবিধা-অসুবিধা লক্ষ করে শ্বশুর জামাইকে কিছু দিতে পারে। নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা! আমার কাছে দুনিয়াবী ধন-সম্পদ হতে যা ইচ্ছা তাই চাইতে পার, কিন্তু আমি তোমাকে আল্লাহর আযাব হতে রক্ষা করতে পারব না (ছহীহ বুখারী, হা/২৭৫৩; মিশকাত, হা/৫৩৭৩)। আবু হুরায়রা রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা ফাতেমা রাযিয়াল্লাহু আনহা নবী করীম ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট একটা চাকর চাইতে আসলেন। তিনি বললেন, আমি কি তোমাকে এমন কথা বলব না, যা তোমার পক্ষে চাকর অপেক্ষা উত্তম হবে। আর তাহলো- প্রত্যেক ছালাতের সময় ও ঘুমানোর সময় ৩৩ বার ‘সুবহানাল্লাহ’, ৩৩ বার ‘আল-হামদুলিল্লাহ’ এবং ৩৪ বার ‘আল্লাহু আকবার’ বলবে (ছহীহ মুসলিম, হা/২৭২৮; মিশকাত, হা/২৩৮৮)। তাছাড়া ইসলাম পরস্পরকে হাদিয়া দিতে উৎসাহিত করেছে। পরস্পরের মাঝে ভালোবাসা সৃষ্টিতে তা সহায়ক ভূমিকা রাখে (ছহীহ আল-আদাবুল মুফরাদ, হা/৫৯৪)। অতএব, হাদিয়া হিসাবে বিভন্ন সময়ে স্ত্রী ও জামাইকে শ্বশুর বাড়ীর পক্ষ থেকে স্বেচ্ছায় কিছু দেয়া হলে তা অবশ্যই নেওয়া যাবে। এটা যৌতুক হবে না।

-খালিদ হাসান

চারঘাট, রাজশাহী।


Magazine