কুরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরার এক অনন্য বার্তা

ফিলিস্তীনীদের জন্য সবচেয়ে ভয়াবহ বছর ২০২২

পশ্চিম তীরের ফিলিস্তীনীদের জন্য ২০২২ সাল সবচেয়ে ভয়াবহ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। গত মাসে ইসরাঈলের সামরিক বাহিনীর হাতে ছয় শিশুসহ ৩২ জন ফিলিস্তীনী নিহত হয়েছে। এছাড়া বিক্ষোভ, সংঘর্ষ, অনুসন্ধান ও গ্রেফতার অভিযান এবং তথাকথিত ইসরাঈলীদের বিরুদ্ধে হামলার পরিপ্রেক্ষিতে আরো ৩১১ জন হতাহত হয়েছে। এ মাসে যে পরিমাণ দাঙ্গা-হাঙ্গামা ও সহিংসতা দেখা গিয়েছে সেটি ২০২২ সালকে পশ্চিম তীরের জন্য সবচেয়ে ভয়ানক বছর হিসেবে চিহ্নিত করেছে। চলতি বছর পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে সংঘর্ষে ১২৫ জন ফিলিস্তীনী নাগরিক নিহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ইয়াহূদীবাদী ইসরাঈল ফিলিস্তীনীদের প্রায় ৯০০০ ঘরবাড়ি ধ্বংস করেছে এবং এতে হাজার হাজার ফিলিস্তীনী উদ্বাস্তু হয়েছে। ইয়াহূদীবাদী ইসরাঈলের সেনাদের ধ্বংস এবং উচ্ছেদ অভিযানের কারণে এই সময়ে ১৩ হাজার ফিলিস্তীনী উদ্বাস্তু হয়েছেন এবং এক লাখ ৫২ হাজার মানুষ নানা ধরনের ক্ষতির শিকার হয়েছে। এ সময়ে ১৫৫৯ ভবন ইসরাঈল সেনারা একেবারে গুঁড়িয়ে দিয়েছে যাতে ভবনগুলোর কোনো চিহ্ন না থাকে এবং কোনো ক্ষতিপূরণ দিতে না হয়।


Magazine