উত্তর: একজন মুসলিম নারী কোনো ব্যক্তি বা অর্থের প্রতারণায় পড়ে ধর্মত্যাগী বা মুরতাদ হওয়া নেহায়েত বড় অপরাধ। এমন পুরুষ ও নারীকে রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যার আদেশ দিয়েছেন। অতএব, এমন নারীর মুরতাদ হয়ে যাওয়ার ফাঁদ থেকে বাঁচানোর জন্য মুসলিমদের জীবনবাজি রেখে চেষ্টা-প্রচেষ্টা করা উচিত। নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘যে লোক তার দ্বীন বদলে ফেলে, তাকে হত্যা করে ফেলো’ (ছহীহ বুখারী, হা/৩০১৭)। তাই তাওহীদ ও ছহীহ আক্বীদার দাওয়াতের পাশাপাশি যথাসাধ্য চেষ্টা করতে হবে উক্ত নারীদের দ্বীনে ফেরানোর জন্য। এক্ষেত্রে স্থানীয় অভিজ্ঞ আলেম এবং দাঈদের পরামর্শ গ্রহণ করবেন। আল্লাহ তাআলা আপনাদের জন্য সহজ করুন এবং মুসলিম নারীদের হেফাযত করুন- আমীন! (আন-নাহল, ১৬/১২৫; আলে ইমরান, ৩/১৫৯)।
প্রশ্নকারী : মুহাম্মদ ওবাইদুল্লাহ
কোচবিহার, পশ্চিমবঙ্গ, ভারত।