উত্তর: প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত উপার্জন বৈধ নয়। কারণ- ১. প্রশ্নের বিবরণ অনুযায়ী উক্ত অ্যাপের কোনো পণ্য বা সেবা নেই; সুতরাং শুরুতেই যে টাকা বিনিয়োগের নামে নেওয়া হয়, তার বিনিময়ে কিছুই প্রদান করা হয় না। আল্লাহ তাআলা বলেছেন, ولا تأكلوا أموالكم بينكم بالباطل ‘তোমরা পরস্পরে একে অন্যের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না’ (আল-বাকারা, ২/১৮৮)। ২. যেসব ভিডিও দেখার কথা বলা হচ্ছে, সেগুলোতে কখনো গায়রে মাহরামের প্রদর্শন অথবা অবৈধ পণ্যের বিজ্ঞাপন থাকে। সুতরাং এমন ভিডিও দেখা নাজায়েয আর নাজায়েয কাজের বিনিময়ও নাজায়েয (আন-নূর, ২৪/৩০-৩১; আল-মায়েদা, ৫/২)। ৩. বিজ্ঞাপন সংবলিত ভিডিও দেখার উদ্দেশ্য থাকে শুধুই ভিউ বাড়ানো, পণ্য ক্রয়ের উদ্দেশ্য থাকে না। ফলে আসল ক্রেতা বেশি পরিমাণ ভিউ দেখে প্রতারিত হয়। রাসূল ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতারণামূলক লেনদেন থেকে নিষেধ করেছেন (ছহীহ মুসলিম, হা/১৫১৩)।
প্রশ্নকারী : তাহমিদ
নোয়াখালী।